একটা লাইন
একটা কবিতার লাইন চাই
একটা লাইন
শুধু একটা লাইন।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে থাকবে---
বেচে থাকার গান,
অনৈতিকতার বিরুদ্ধে, বারুদ জ্বালা প্রতিশেধক।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে থাকবে---
জীবনকে ভোগ করার সুখ,
প্রতারণার বিরুদ্ধে, তীব্র প্রতিবাদ আর প্রতিকার।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে থাকবে---
জীবনকে ভালবাসার মত ভালবাসা,
ষড়যন্ত্রকারিদের বিষদাঁত, উপড়ে ফেলার যন্ত্র।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে থাকবে---
বিশ্বাসের অর্নিবান সুর,
ভেঙ্গে দেবে সব অবিশ্বাসের মায়াজাল।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে থাকবে---
আমার নিজের পৃথিবী,
লোকচক্ষুর জ্বালাময় দৃষ্টি ছোঁবে না, কখন।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে থাকবে---
উপলব্ধি জাগিয়ে তোলার জ্বালানী,
অবুঝ হৃদয় যেন, বোঝার শক্তি খুজে পায়।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে থাকবে---
একটা লাইন
শুধু একটা লাইন।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে থাকবে---
বেচে থাকার গান,
অনৈতিকতার বিরুদ্ধে, বারুদ জ্বালা প্রতিশেধক।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে থাকবে---
জীবনকে ভোগ করার সুখ,
প্রতারণার বিরুদ্ধে, তীব্র প্রতিবাদ আর প্রতিকার।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে থাকবে---
জীবনকে ভালবাসার মত ভালবাসা,
ষড়যন্ত্রকারিদের বিষদাঁত, উপড়ে ফেলার যন্ত্র।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে থাকবে---
বিশ্বাসের অর্নিবান সুর,
ভেঙ্গে দেবে সব অবিশ্বাসের মায়াজাল।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে থাকবে---
আমার নিজের পৃথিবী,
লোকচক্ষুর জ্বালাময় দৃষ্টি ছোঁবে না, কখন।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে থাকবে---
উপলব্ধি জাগিয়ে তোলার জ্বালানী,
অবুঝ হৃদয় যেন, বোঝার শক্তি খুজে পায়।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে থাকবে---
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন