বুধবার, ১০ মে, ২০১৭

অলচিকি কি আবিষ্কৃত?

দীর্ঘদিন থেকে প্রচারণা করে আসা হয়েছিল যে, অলচিকি সান্তালের মাধ্যমে আবিষ্কৃত। এ প্রচারণা অনেক কাজে দিয়েছিল- মানুষের আবেগে। সান্তালরা আবেগে আপ্লুত হয়ে অলচিকির জন্যে নিজেদের ভালবাসা প্রকাশ করেছেন। যা পরবর্তীতে  রাজনীতিবিদরা ভালভাবে অনুধাবন করতে পেরেছিলেন, ফলে একসময় তারাও অলচিকির এই আবেগি আবেদন নিজেদের রাজনৈতিক সিদ্ধিলাভের জন্যে ব্যাবহার করা শুরু করেন এবং এক সময় দ্রুত তাদের সিদ্ধিলাভ ঘটে। কারণ আবেগ নিয়ে খেলা তো দারুণ খেলা- এ খেলা ভালভাবে খেলতে পারলেই বাজিমাত। অলচিকি সান্তালকর্তৃক আবিষ্কৃত বর্ণমালা - এ রকম স্লোগানের মাধ্যমে তারা দীর্ঘ এক শতক খেলা খেলে এখন জয়ী হয়েছেন- রাজনৈতিক শক্তি ব্যবহার করে অলচিকি লিপিকে সান্তালদের ঘাড়ের উপর জোর করে চাপিয়ে দিয়েছেন- আপনার ভাল লাগুক বা না লাগুক- এটা আপনাকে বহন করতে হবে। তা না হলে - আপনি অরিজিনাল সান্তাল না, আপনি খ্রিস্টান, আপনার জাতপাত নাই। - দারুণ খেলা। কিন্তু আধুনিক শিক্ষিত মানুষেরা কি এই খেলায় মত্ত হবে?

আসুন আমরা এই তথাকথিত সান্তাল কর্তৃক আবিষ্কৃত বর্ণমালা দেখি। ইতিমধ্যে শিক্ষিত সান্তালরা এই বর্ণমালার আদিপাত্ত বিষয় খুঁজে পেয়েছেন এবং তারা প্রকাশ্যে বলছেন এটি "একটি মৌর্যযুগের ব্রাহ্মী লিপিমালা, গথিক লিপিমালা, দক্ষিণ ভারতীয় লিপিমালা ইত্যাদি থেকে সংগৃহীত।"

আমরা হাতে কলমে পরীক্ষা করি---




১৯১ পৃষ্ঠা  ‘দ্যা হিস্ট্রি এন্ড প্যালিওগ্রাফি অফ মোরিয়ান ব্রাহ্মী স্ক্রিপ্ট’










 O =   Appendix no 17 পৃষ্ঠা ‘দ্যা হিস্ট্রি এন্ড প্যালিওগ্রাফি অফ মোরিয়ান ব্রাহ্মী স্ক্রিপ্ট’
২৪১ পৃষ্ঠা ‘দ্যা হিস্ট্রি এন্ড প্যালিওগ্রাফি অফ মোরিয়ান ব্রাহ্মী স্ক্রিপ্ট’
 

 ২৮৪ পৃষ্ঠা ‘দ্যা হিস্ট্রি এন্ড প্যালিওগ্রাফি অফ মোরিয়ান ব্রাহ্মী স্ক্রিপ্ট’
 ২৮৮ পৃষ্ঠা ‘দ্যা হিস্ট্রি এন্ড প্যালিওগ্রাফি অফ মোরিয়ান ব্রাহ্মী স্ক্রিপ্ট’

২৮৯ পৃষ্ঠা ‘দ্যা হিস্ট্রি এন্ড প্যালিওগ্রাফি অফ মোরিয়ান ব্রাহ্মী স্ক্রিপ্ট’
 ৩০৯ পৃষ্ঠা ‘দ্যা হিস্ট্রি এন্ড প্যালিওগ্রাফি অফ মোরিয়ান ব্রাহ্মী স্ক্রিপ্ট’




গোথিক লিপিমালার ‘ডি’ এবং ‘পি’ প্রতিরূপ লিপি অলচিকি ‘ইর’ এবং ‘ইঞ’ লিপির হুবাহু মিল আছে।
গোথিক লিপিমালা




 এল ব্লুমফিল্ড  এর ‘ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থে অবস্থিত  চারটি লিপির সঙ্গে অলচিকি লিপির মিল দেখতে পাওয়া যায়।


দক্ষিণ ভারতের সিনহালা লিপি





 দক্ষিণ ভারতের আরও কিছু লিপি 


মালায়াম লিপি 


































কোন মন্তব্য নেই:

About

Ghonokuasha Baskey is a Santal writer of Bangladesh. He has started writing since 1985.