তৃষ্ণা
ভীষণ রকম অগোছালো মন,
তৃষ্ণায় কাতর,
যেমন করে চৈত্রের খরতাপে-
মাটি পুড়ে, আকাশ পুড়ে,
বাতাসে আগুনের দাউ দাউ।
ঠিক তেমনি করে পুড়ি,
ঠিক তেমনি করে জ্বলি,
শুধু তৃষ্ণায়- পিপাসায়।
বিশ্বাস কর- সত্যি বলছি! বিশ্বাস কর।
এভাবে আগে কখনও তৃষ্ণায়-
পিয়াসায়, কাতর হইনি।
আজ বড্ড বেশী তৃষ্ণার্ত,
বড্ড বেশী পিপাসিত।
ঠিক তোমায় বোঝাতে পারছি না!
তুমি কি কখনও--
ছুটন্ত ঘোড়াকে হাঁপিয়ে গিয়ে দাঁড়াতে দেখেছো?
তুমি কি কখনও--
ক্ষুধার্ত বাঘটাকে হন্যে হয়ে ছুটতে দেখেছো?
যদি দেখে থাক, তবে অনুভবের দুয়ারটা খোল,
মনের দু’চোখ বাড়িয়ে দাও।
তাহলে হয়ত বুঝতে পারবে-
পিপাসায় কাতরতা কি?
ছি: ! তোমাকে এসব বলছি কেন?
তুমি তো পিপাসিত নও।
তুমি তো তৃষ্ণার্ত নও।
তুমি তো মনের ঘরে, ডুব দিয়ে-
জলকেলি খেলো।
আর আমি ! বোকার মত-
তোমাকে দুর পাহাড়ের গল্প শোনাই।
আমার এ বোকামি-
তোমাকে খুব হাঁসাচ্ছে না!
খুব মজা পাচ্ছ, তাই না!
কারও বুকের তৃষ্ণা নিয়ে,
তোমার মনে কাব্য হতেই পারে।
যেমন করে চৈত্রের খরতাপে-
মাটি পুড়ে, আকাশ পুড়ে,
বাতাসে আগুনের দাউ দাউ।
ঠিক তেমনি করে পুড়ি,
ঠিক তেমনি করে জ্বলি,
শুধু তৃষ্ণায়- পিপাসায়।
বিশ্বাস কর- সত্যি বলছি! বিশ্বাস কর।
এভাবে আগে কখনও তৃষ্ণায়-
পিয়াসায়, কাতর হইনি।
আজ বড্ড বেশী তৃষ্ণার্ত,
বড্ড বেশী পিপাসিত।
ঠিক তোমায় বোঝাতে পারছি না!
তুমি কি কখনও--
ছুটন্ত ঘোড়াকে হাঁপিয়ে গিয়ে দাঁড়াতে দেখেছো?
তুমি কি কখনও--
ক্ষুধার্ত বাঘটাকে হন্যে হয়ে ছুটতে দেখেছো?
যদি দেখে থাক, তবে অনুভবের দুয়ারটা খোল,
মনের দু’চোখ বাড়িয়ে দাও।
তাহলে হয়ত বুঝতে পারবে-
পিপাসায় কাতরতা কি?
ছি: ! তোমাকে এসব বলছি কেন?
তুমি তো পিপাসিত নও।
তুমি তো তৃষ্ণার্ত নও।
তুমি তো মনের ঘরে, ডুব দিয়ে-
জলকেলি খেলো।
আর আমি ! বোকার মত-
তোমাকে দুর পাহাড়ের গল্প শোনাই।
আমার এ বোকামি-
তোমাকে খুব হাঁসাচ্ছে না!
খুব মজা পাচ্ছ, তাই না!
কারও বুকের তৃষ্ণা নিয়ে,
তোমার মনে কাব্য হতেই পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন