এখন তখন
একা, একাকী এখন তখন,
ফুল ফোটে আর ঝরে যখন,
বাতাসেরো যত কানাকানি,
হৃদয় মনে আগুন খানি,
পোড়ায় পোড়ায় পোড়ায় আমায়,
মিষ্টি সুখের মোহ মায়ায়।
দু'চোখেরই আগুনেতে
ফাগুন পোড়ে মনের মাঝে,
স্বপ্ন উড়ে আকাশ পানে,
মেঘগুলো দেয় স্বপ্নিল ছোঁয়া ভরে,
এখনো ভাবি এই বেশ আছি,
স্বপ্ন আশা বুকে নিয়ে বাঁচি।
ধূসর অতীত ঘুণে ধরা,
যেমন করে মরচা পড়া,
ভুলে যাওয়া অতীতগুলো,
এই সুখেরই বাতিওয়ালা,
মন ডোবে মন কুঞ্জ বনে,
এতো বারণ শোনে না কারণ।
স্বপ্ন রাতি হোক আরও দীর্ঘ,
সকালের সূর্যটা হোক আরও বড়,
নির্ঘুম রাত কাটুক অনাদি,
ক্লান্তি সুখের অবয়ব মায়াবী,
একা, একাকী এখন তখন,
মিলে মিশে আজ আমি যেমন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন