তুই আমার
তোর ছায়ায় রাত আসে
তোরই মায়ায় ভোর,
তোকে নিয়ে সারাদিন মান
মনটা যে কত কি কয়।
শিশির ধোওয়া মিষ্টি চাদর,
যেন তোর চোখেরই পাতা,
যত দেখি ততই শীতল,
উষ্ণ বুকে এক ফোটা জল।
যতবার ভাবি ভুলে থাকি,
ততবারই ফিরে ফিরে আসি,
চোখ বুঝলেই বাজে,
নগ্ন পায়ের ধ্বনি,
এই বুঝি তুই দাঁড়ালি আমার পাশে।
চাঁদ কে বলি বিরাগের সুরে
উঁকি দেস না আর আজ রাতে,
তার ছায়ায় বড় সুধা আছে,
মেখে নিতে দে মনের সুখে।
ভোর তুই থাক তোর মত,
সেই তো আমার আলোর মত,
ক্লান্ত সুখের মনন ঘিরে,
দৃষ্টি আমার আগামীর রথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন