লাগাম
দুরের পথকে করো খাটো।
ক্লান্ত পথিক ক্লান্ত মনে,
দূর্গম পথে বড়ই অশান্তি।
তুমি ছুটন্ত ঘোড়ার সওয়ার
তোমারই হাতে লাগাম।
টেনে ধরো না, টেনে ধরো,
টেনে ধরো লাগামখানি,
জীবন তো প্রায়ই যায় যায়।
সেই কবে হঠাৎ দুর্ঘটনায়,
হৃদয়ের একপাশটা দগ্ধ হয়েছে,
তোমার হিংসের আগুনে।
আমি তো হৃদয় পোড়া
ক্ষতয় ক্ষতয় জর্জরিত,
তার উপর তোমার সান ঘোড়া,
আমারই উপর দিয়ে ছুটে চলা।
টেনে ধরো না, টেনে ধরো,
টেনে ধরো লাগামখানি,
জীবন তো প্রায়ই যায় যায়।
জীবনের শেষান্তে দাড়িয়ে,
তোমার অট্টহাসিতে,
শুধু বিষ, শুধু বিষের ছটানি।
তোমার আবেগী ডং,
দুরের পথে বড় বেশী যন্ত্রনাময়,
অহমটুকু মুছে, একটু দাড়াও,
একটু নাও বিশ্রাম।
জীবন জীবনের কাছে আটকা,
তুমি আমি যতটুকু দুরত্বে,
তার চেয়েও কম দুরত্ব,
তোমার চলার পথ।
ছোট করো, ছোট করো,
তোমার পথ।
টেনে ধরো, টেনে ধরো,
টেনে ধরো লাগামখানি,
জীবন তো প্রায়ই যায় যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন