মনোহরি
যার মুখের কথায় এতো রং ,
যার হাসিতে উঠে ফাগুন,
সে তো মনোহরি, পিয়াসি,
অনন্ত অনিন্দন।
বাতাসে যেমন কানাকানি,
মাটির তেমনি কাঁপুনি,
আধার চিরে আলোর রশ্মি,
নিদ্রাভঙ্গ রাত পাড়ানি।
ভোর টাকে বলি ওরে খোকা,
আলো কেন ছড়াস,
আমার বুকে পিদিম জ্বলে,
তুই কেন পাশে দাঁড়াস।
জোনাকিদের দিয়েছি ছুটি,
তোরা এখন ঘুমা,
তার আলোয় আলোকিত ভুবন,
আধার আবার কেটা?
চোখের নিচে কালি দেখে,
ভাবিস কেন এটা সেটা,
এতো আমার কাজল রেখা,
অনেক দামে কেনা ।
আমি মাখি তার রং,
হয়েছি রঙে রঙ্গিন ,
পিয়াসায় কাতর মন,
খোঁজে সারাক্ষণ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন