স্বপ্ন বুনা
স্বপ্নের আধাঁরে অনেকটা পথ,
স্বপ্ন ঘোরে রঙিন সব,
ক্ষনিক আনন্দের মাতোয়ারা রব।
সবুজ ঘাঁসে শিশির মন,
মুক্ত মনের কত আলোড়ন,
কখনো উড়ে রঙিন প্রজাপতি হয়ে,
কখনো ভাসে নীলাকাশের কোনে।
আশার পাখি আশায় বুক বাঁধে,
চঞ্চলও মন কত কি সাধে,
নিয়তি নামক নীল লালসা,
অযথাই বাঁড়ায় মনের পিয়াসা।
একদিন ঘুম ভাঙ্গা সকালে,
রোদ্রের খরতাপে,তন্দ্রা টুকু কেটে যায়,
দক্ষিনা বৈরী বাতাসে।
দরজার চৌকাঠে বসে,
নিয়তির দুষণ, দুষণে,
জীবনের বাকীটা সময়,
জমে রয় অশ্রু চোখের কোনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন