হৃদয় ঘন্টা
একটি সোনাঝরা আকাশ,
নীলাদ্রির নীল গগণ ছুঁয়ে,
যতটুকু নীল দৃষ্টি,
অবিশ্বাস অনাস্থা ভেদ করে,
যদি কখনো বেরিয়ে আসতে পার,
তবে চুরিসারে হৃদয়ের ঘন্টাটা বাজিও।
আমি আসব, আমি অবশ্যই আসব,
চুম্বনরত সুখের ক্ষণ ছেড়ে,
দূর্বিপাকের উদাসি বাতাসকে ঠেলে,
নীলাদ্রির নীল গগণ ছুঁয়ে,
যতটুকু নীল দৃষ্টি,
অবিশ্বাস অনাস্থা ভেদ করে,
যদি কখনো বেরিয়ে আসতে পার,
তবে চুরিসারে হৃদয়ের ঘন্টাটা বাজিও।
আমি আসব, আমি অবশ্যই আসব,
চুম্বনরত সুখের ক্ষণ ছেড়ে,
দূর্বিপাকের উদাসি বাতাসকে ঠেলে,
উল্টো স্রোতের কামনার ঢল ছেড়ে।
ও বাড়ীর মেজো মাসি,
এ পাড়ার দিদি,
কত কান মন্ত্রনায়,
দিশাকে করেছে বিদিশা,
চিন্তাকে করেছে অচিন্তা,
প্রেমকে করেছে হিংসা,
ভালবাসাকে করেছে ভাল বাসা,
তোমাকে করেছে মতিভ্রম চৈতন্য।
আমি কথা দিলাম, সত্যিকারের কথা দিলাম,
যতটুকু তোমার চৈতন্যে পড়েছে মরিচা,
মুছে দিব ভালবাসার নীলজলে,
ধুয়ে দিব সুখের পরশ ছুঁয়ে ছুঁয়ে।
পড়বে না মনে কখনও,
নীল কষ্টের বিষে,
তুমি ছিলে বিষাক্ত।
কান্নার বালিরেখাগুলো,
মুছে যাবে প্রেমের প্লাবনে,
খুজেও পাবে না কখনও.
তুমি ছিলে অবয়ার কাফন পড়ে।
শুধু চুপিসারে হৃদয়ের ঘন্টাটা বাজিও,
আমি জেগে উঠবো,
আমি উঠে দাড়াবো,
শুধুই তোমাকে সুখের সাগরে ভাসাতে।
(আমার প্রিয় বন্ধু সৈকত হাসানের জন্যে। তার দীর্ঘ দিনের ভালবাসায় এমন উছাটন, আমাকে নিজেকেই উছাটনে ফেলে দিয়েছে। বন্ধু লাভ ইজ পাওয়ার, জাস্ট লাভ ইট, ইউ উইল গেট পাওয়ার, দ্যাট’স পাওয়ার লিড ইউ ইন দ্যা রিয়েল লাইফ। ভাল থেকো)
ও বাড়ীর মেজো মাসি,
এ পাড়ার দিদি,
কত কান মন্ত্রনায়,
দিশাকে করেছে বিদিশা,
চিন্তাকে করেছে অচিন্তা,
প্রেমকে করেছে হিংসা,
ভালবাসাকে করেছে ভাল বাসা,
তোমাকে করেছে মতিভ্রম চৈতন্য।
আমি কথা দিলাম, সত্যিকারের কথা দিলাম,
যতটুকু তোমার চৈতন্যে পড়েছে মরিচা,
মুছে দিব ভালবাসার নীলজলে,
ধুয়ে দিব সুখের পরশ ছুঁয়ে ছুঁয়ে।
পড়বে না মনে কখনও,
নীল কষ্টের বিষে,
তুমি ছিলে বিষাক্ত।
কান্নার বালিরেখাগুলো,
মুছে যাবে প্রেমের প্লাবনে,
খুজেও পাবে না কখনও.
তুমি ছিলে অবয়ার কাফন পড়ে।
শুধু চুপিসারে হৃদয়ের ঘন্টাটা বাজিও,
আমি জেগে উঠবো,
আমি উঠে দাড়াবো,
শুধুই তোমাকে সুখের সাগরে ভাসাতে।
(আমার প্রিয় বন্ধু সৈকত হাসানের জন্যে। তার দীর্ঘ দিনের ভালবাসায় এমন উছাটন, আমাকে নিজেকেই উছাটনে ফেলে দিয়েছে। বন্ধু লাভ ইজ পাওয়ার, জাস্ট লাভ ইট, ইউ উইল গেট পাওয়ার, দ্যাট’স পাওয়ার লিড ইউ ইন দ্যা রিয়েল লাইফ। ভাল থেকো)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন