ওদের জাগিয়ে দেও
মাগো যন্ত্রনায় আর কাতরাতে চাই না,
চাই না, আ-উহ্ করে সময়টাকে এড়াতে।
ওদের লোলুপ চোখের দৃষ্টি,
ওদের হিংস্রতার থাবা,
ওদের লোভাতুর আকাঙ্খা।
আমায় ঘুমাতে দেয় না,
আমায় শান্তিতে থাকতে দেয় না।
মাগো ও মা-
তোমার দামাল সন্তানদের,
জাগতে বল,
উঠতে বল।
মা মাগো-
তোমার সন্তানরা না উঠলে,
ওরা আমাদের নি:শ্ব করে দিবে,
ওরা আমাদের তোমার আচল থেকে ছিনিয়ে নিবে।
মা ও মা-
তোমার সন্তানদের বলো-
বলো না মা-
ওরা আর কতকাল নিজের জন্য,
নিজেকে নিয়ে,
পুতুল খেলায় ব্যস্ত থাকবে।
ব্যস্ত থাকবে ভোগ পিড়ায়,
ব্যস্ত থাকবে জীবিকার চিন্তায়?
ব্যস্ত থাকবে রঙিন চশমা পরে?
মা ও মা তুমি শুনছো-
শুন না মা-
ওরা আমাদের নি:শ্ব করতে চায়।
হত্যা করে আমার ভাইকে,
ছিনিয়ে নেয় আমার বোনকে,
সোনার ফসল ফলাই-
চাই না, আ-উহ্ করে সময়টাকে এড়াতে।
ওদের লোলুপ চোখের দৃষ্টি,
ওদের হিংস্রতার থাবা,
ওদের লোভাতুর আকাঙ্খা।
আমায় ঘুমাতে দেয় না,
আমায় শান্তিতে থাকতে দেয় না।
মাগো ও মা-
তোমার দামাল সন্তানদের,
জাগতে বল,
উঠতে বল।
মা মাগো-
তোমার সন্তানরা না উঠলে,
ওরা আমাদের নি:শ্ব করে দিবে,
ওরা আমাদের তোমার আচল থেকে ছিনিয়ে নিবে।
মা ও মা-
তোমার সন্তানদের বলো-
বলো না মা-
ওরা আর কতকাল নিজের জন্য,
নিজেকে নিয়ে,
পুতুল খেলায় ব্যস্ত থাকবে।
ব্যস্ত থাকবে ভোগ পিড়ায়,
ব্যস্ত থাকবে জীবিকার চিন্তায়?
ব্যস্ত থাকবে রঙিন চশমা পরে?
মা ও মা তুমি শুনছো-
শুন না মা-
ওরা আমাদের নি:শ্ব করতে চায়।
হত্যা করে আমার ভাইকে,
ছিনিয়ে নেয় আমার বোনকে,
সোনার ফসল ফলাই-
সেই মাটিতেই রক্ত ঝরায়।
মা মাগো-
ওদের জাগতে বল,
ওদের উঠতে বল,
ওদের জাগিয়ে দেও।
জীবন শুধু এখনই নয়,
এর পরও জীবন আছে,
বাচঁতে হলেও জীবন লাগে।
বাঁচার ঠাঁই টুকু হারালে কি,
সেই জীবনকে জীবন বলে?
চিড়াকুঠায় আজ রক্ত ঝরে,
ময়নপুরে বাবুলের গলা কাটা পড়ে,
ঢুডূ আলফ্রেড অভিদিও’র রক্ত,
মুছে যেতে বসেছে নিভৃতে।
মা মাগো-
আমার যে আর ঘুম আসে না,
আমার যে আর দিন কাটে না।
মা মাগো-
ওদের জাগিয়ে দেও।
ওদের জাগিয়ে দেও।।
ওদের জাগিয়ে দেও।।।
মা মাগো-
ওদের জাগতে বল,
ওদের উঠতে বল,
ওদের জাগিয়ে দেও।
জীবন শুধু এখনই নয়,
এর পরও জীবন আছে,
বাচঁতে হলেও জীবন লাগে।
বাঁচার ঠাঁই টুকু হারালে কি,
সেই জীবনকে জীবন বলে?
চিড়াকুঠায় আজ রক্ত ঝরে,
ময়নপুরে বাবুলের গলা কাটা পড়ে,
ঢুডূ আলফ্রেড অভিদিও’র রক্ত,
মুছে যেতে বসেছে নিভৃতে।
মা মাগো-
আমার যে আর ঘুম আসে না,
আমার যে আর দিন কাটে না।
মা মাগো-
ওদের জাগিয়ে দেও।
ওদের জাগিয়ে দেও।।
ওদের জাগিয়ে দেও।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন