ভালবাসা, তুমি কি শুধুই দক্ষিণা হাওয়া?
ভালবাসা, তুমি কি শুধুই দক্ষিণা হাওয়া,
বসন্তে দোলা দিয়ে যাও,
চৈত্রে বিলিন।
বৈশাখের তান্ডবে লন্ডভন্ড হৃদয়।
জৈষ্ঠ্যের খরতাপে পোড়াও দেহমন।
আষাঢ়ে আবার কান্নার রোল।
শ্রাবনের বৃষ্টিতে ভেজাও তনু মন,
কান্নার লোনাজলে ডোবাও যৌবন।
ভাদ্রের এক পলশা বৃষ্টিতে,
দাও না তো মনের দীপ্ত জ্বালা মুছে !
আশ্বিনে এসে বিষের বিষে,
কার্তিকে তোমার একি খেলা?
অগ্রায়নে কাঁপন শুরুর পায়তারা।
পৌষে আবার শীতল।
মাঘের শীতে বাঘে পালায়,
বিয়ের কথা নয়।
ভালবাসা, তুমি কি শুধুই দক্ষিণা হাওয়া?
মাসে মাসে শুধুই কি আসা যাওয়া?
বসন্তে দোলা দিয়ে যাও,
চৈত্রে বিলিন।
বৈশাখের তান্ডবে লন্ডভন্ড হৃদয়।
জৈষ্ঠ্যের খরতাপে পোড়াও দেহমন।
আষাঢ়ে আবার কান্নার রোল।
শ্রাবনের বৃষ্টিতে ভেজাও তনু মন,
কান্নার লোনাজলে ডোবাও যৌবন।
ভাদ্রের এক পলশা বৃষ্টিতে,
দাও না তো মনের দীপ্ত জ্বালা মুছে !
আশ্বিনে এসে বিষের বিষে,
কার্তিকে তোমার একি খেলা?
অগ্রায়নে কাঁপন শুরুর পায়তারা।
পৌষে আবার শীতল।
মাঘের শীতে বাঘে পালায়,
বিয়ের কথা নয়।
ভালবাসা, তুমি কি শুধুই দক্ষিণা হাওয়া?
মাসে মাসে শুধুই কি আসা যাওয়া?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন