থেমে যাওয়া
হাওয়াই হাওয়াই ভেসে ভেসে
কোন সে অচিনপুর,
স্বপ্নালোকের ঘোরে পড়ে,
দুনিয়ারে দেখাই আঙ্গুল।
কোন সে অচিনপুর,
স্বপ্নালোকের ঘোরে পড়ে,
দুনিয়ারে দেখাই আঙ্গুল।
জ্বলে এখনও তোমার দীপ বাতি,
তাই তোঁ রসের সওদাগরের আনাগোনা,
বাতির নিচের অন্ধকারে,
কতই লুটোপুটি।
তবুও মনের ঘড়ি টিকটিক চলে,
দিন রাতের নেই বিরতি ।
হায়রে বাতির বুঝি বিষম তেজস্ক্রিয়া।
একদিন সাঙ্গ ঘরে ভঙ্গ হয়ে
থাকবি ছায়াটা কে ধরে আন্ধকারে।
সোনায় সোহাগ মিলন বাঁধবে,
একতারেরই সুরে।
মন পাগলে কত কি যে বলে,
রক্ত মাংসে কত জ্বলন ধরে,
আবার কতই ক্ষরণ করে,
তবুও তোঁ হবে না পূরণ,
আশ আছে যত মনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন