খেলাঘর
এখন আর কান্না পায় না।
অনেক হাসির কান্ডকারখানা দেখতে দেখতে,
এখন আর হাসি পায় না।
ঐশ্বর্যের মোড়ানো সাফল্য,
সত্যিকার সাফল্য নয়,
এত শুধু লোক দেখানো,
বাহবা প্রত্যাশার লোভ।
অনেক সুখের অভিনয় করে,
ঘরের কোণে নিভৃতে কাঁদে।
তবুও মানুষ ছুটে চলে,
জৌলুসের পিছে।
অনেক হাসির অন্তরালে,
লুকিয়ে থাকে কান্না।
তবুও মানুষ হাসতে থাকে,
বাঁচার তাগিদে।
জগতেরই খেলাঘরে,
কতই রঙের খেলা,
েকউ আমরা সঙ সাজি,
হৃদয়টাকে ভোলানোর কারসাজি।
জীবন ভোগের আকুতি,
আমৃতু অবধি,
তবুও মানুষের শেষ সম্বল,
মাটির সাথেই সন্ধি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন