হৃদয় প্রহরী
আর তুমি?
বদ্ধ ঘরের অন্ধকারে-আপনলীলায়।
তোমাকে নিয়ে কাব্য হয় না,
কিন্তু আমাকে নিয়ে উপন্যাস।
তাও আবার ভিলেনরুপী।
তোমাদের কত শঙ্খ দুল বেজেছে, বেলায়-অবেলায়।
আমি তখন ক্ষুধার্ত মানব,
জীবন আর জীবিকার।
একটি সিড়ি ভাঙতেই,আবার সিড়ি তৈরী।
একটি স্বপ্ন ছুঁতেই,
আবার স্বপ্ন ভঙ্গ।
আমার এ ভাঙ্গাগড়ায়, তুমি সয়ারি হলে না।
শুধু দুর থেকে দেখে,
মায়া কান্নায় চোখ ভেজালে।
নয়তবা আড্ডায়-আলোচনায় বার বার আমাকে টানলে,
আমি তখন বাঁ-পায়ের তলায় চুলকিনিতে,
তোমাকে স্মরণের দুয়ারে এনে,
ভালবাসা কত পেয়ালা ভরে,
খেয়েছি সুধা অমৃত মনে করে।
ভেবেছিলে আলোচনায়-আলোচনায় ছিন্নপাতার মত,
হারিয়ে যাব,সময়ের স্রোতে।
আর তখন তুমি মুক্ত কুহকের মত,
ডালে-ডালে পাতায়-পাতায় চরবে নির্ভিগ্নে।
তোমার চলার পথে,বলার পথে,
বাধা হয়ে দাড়াবার আর কেউ নেই,
কারন তোমার যা ভাললাগে,
তোমার যা মনে আছে,
তোমার যতটুকু ইচ্ছের ঝুড়ি,
জমিয়ে রেখেছ, তোমার মত করে।
ভুল! ভুল!! ভুল!!!
স্বপ্নগুলো থাকে স্বপ্নের মত করে,
এক মৃতু - স্বপ্নের মৃতু নয়।
প্রহরীরা থাকে জেগে,
যো্দ্ধারা যুদ্ধে
যতই বাঁকাপথের চোরাগলিতে আমাকে রাখ,
আমি ফিরে আসব, ফিরে আসবই,
আসবই তোমার ঐ ঘুমোধরা চোখের পাপড়ির তলে,
তোমাকে জাগিয়ে রাখতে।
রুদ্রু তাপে কিংবা আগুন ঝরা বসন্তের দিনে,
অদৃশ্যের ছায়াতলে,
তোমার বিবেকের ধারঘেঁষে,
শশ্মানের কড়িকাঠে,
কফিনের শেষ পেরেকে,
তোমার অস্তিত্বের মাঝে,
ঠিক জীবনের সায়াহ্নে,
আমাকে পাবেই-
তোমার শেষ নিঃশ্বাসে।
তাও আবার ভিলেনরুপী।
তোমাদের কত শঙ্খ দুল বেজেছে, বেলায়-অবেলায়।
আমি তখন ক্ষুধার্ত মানব,
জীবন আর জীবিকার।
একটি সিড়ি ভাঙতেই,আবার সিড়ি তৈরী।
একটি স্বপ্ন ছুঁতেই,
আবার স্বপ্ন ভঙ্গ।
আমার এ ভাঙ্গাগড়ায়, তুমি সয়ারি হলে না।
শুধু দুর থেকে দেখে,
মায়া কান্নায় চোখ ভেজালে।
নয়তবা আড্ডায়-আলোচনায় বার বার আমাকে টানলে,
আমি তখন বাঁ-পায়ের তলায় চুলকিনিতে,
তোমাকে স্মরণের দুয়ারে এনে,
ভালবাসা কত পেয়ালা ভরে,
খেয়েছি সুধা অমৃত মনে করে।
ভেবেছিলে আলোচনায়-আলোচনায় ছিন্নপাতার মত,
হারিয়ে যাব,সময়ের স্রোতে।
আর তখন তুমি মুক্ত কুহকের মত,
ডালে-ডালে পাতায়-পাতায় চরবে নির্ভিগ্নে।
তোমার চলার পথে,বলার পথে,
বাধা হয়ে দাড়াবার আর কেউ নেই,
কারন তোমার যা ভাললাগে,
তোমার যা মনে আছে,
তোমার যতটুকু ইচ্ছের ঝুড়ি,
জমিয়ে রেখেছ, তোমার মত করে।
ভুল! ভুল!! ভুল!!!
স্বপ্নগুলো থাকে স্বপ্নের মত করে,
এক মৃতু - স্বপ্নের মৃতু নয়।
প্রহরীরা থাকে জেগে,
যো্দ্ধারা যুদ্ধে
যতই বাঁকাপথের চোরাগলিতে আমাকে রাখ,
আমি ফিরে আসব, ফিরে আসবই,
আসবই তোমার ঐ ঘুমোধরা চোখের পাপড়ির তলে,
তোমাকে জাগিয়ে রাখতে।
রুদ্রু তাপে কিংবা আগুন ঝরা বসন্তের দিনে,
অদৃশ্যের ছায়াতলে,
তোমার বিবেকের ধারঘেঁষে,
শশ্মানের কড়িকাঠে,
কফিনের শেষ পেরেকে,
তোমার অস্তিত্বের মাঝে,
ঠিক জীবনের সায়াহ্নে,
আমাকে পাবেই-
তোমার শেষ নিঃশ্বাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন