রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

অন্তরীক্ষে

অামি কত বার চোখ তুলে তাকাই
হৃত্‌পিন্ডের অলিন্দ ধরে ধরে হাতড়াই,
 অক্সিজেন অাছে, পানি অাছে, 
রক্তের সব কনিকা বিদ্যমান, 
তবে কিসের এ অপূণ‍র্তা?

সেদিন ধক্ ধক্ নাড়িটাকে, জিজ্ঞেস করলাম-
তোমার কিসের এত ধুকপুক?
অামায় সংগোপনে বলল-
জীবনের৤

অামি তো ধপাস!
এ জীবন জীবন নয়?
এ হাসি কান্নার নামই কী জীবন নয়?

সেদিন বন্য রাতে-
চিকন ছিপছিপে বাঁশ পাতাটা ভেজা,
পিচ্ছিল বন্য শিশিরের সোঁদা গন্ধ,
ঘৃনা অার মোহিতের ছন্দে, অামি জিজ্ঞেস করলাম-
তুমিই কী জীবন?
অামায় বলল, না৤

অামি তো চিত্‌পটাং!

কোন মন্তব্য নেই:

About

Ghonokuasha Baskey is a Santal writer of Bangladesh. He has started writing since 1985.