রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

কলঙ্কিত ভালবাসা

ভালবেসে কলঙ্কিত হয়েছি আমি,
 কলঙ্কিত করেছি তোমাকে। 
এখন এ পোড়া মুখ নিয়ে যাবে কার ঘরে?
যেখানেই যাবে-
দেখবে ফিরে ফিরে আসছি আমি,
শয়নেও ঘুম হবে না।
স্বপনেও তৃপ্তি পাবে না।
সাথীর শক্ত বাহুতেও নিরাপত্তা পাবে না।
যখনি চোখ বুজবে,
আমাকেই দেখবে।
যখনি ভালবাসার নীল সাগরে ডুববে,
অন্ধকারাচ্ছন্ন সুখের বালিগুলোর উপর,
আছড়ে আছড়ে পড়বে।
আমার ভালবাসার নীল দংশনের ক্ষতগুলো,
বারে বারে তোমাকে ব্যথা দিবে।
বারে বারে তোমাকে দগ্ধ করবে।
কলঙ্কিত মন,
কলঙ্কিত শরীর,
কলঙ্কিত ভালবাসা নিয়ে,
পালাবে কোথায়?
ভালাবাসা যে তোমাকে পালাতে দেবে না।
তোমাকে লুকাতে দেবে না,
তোমার ক্ষতগুলো,
আমার ক্ষতগুলো,
যতই সুখের জলে স্নান কর না, কেন?
এ কালি মুছবে না,
কোনদিন মুছতেও পারবে না।
কারণ কলঙ্কিত মন,
কলঙ্কিত শরীর নিয়ে,
সুখের সমাধি রচনা করা যায়,
সুখের পৃথিবী নয়।

কোন মন্তব্য নেই:

About

Ghonokuasha Baskey is a Santal writer of Bangladesh. He has started writing since 1985.