ভালবাসি, বড় বেশী ভালবাসি
নরম দুটি হাত ছুঁয়ে,
অপলক দৃষ্টি মেখে,
বলা হয়নি, বলা হয় না-
ভালবাসি বড় বেশী ভালবাসি।
যেমন করে নুপুর বাজে, পায়েরই ছন্দে।
তেমন করে প্রান নাচে মনেরই আনন্দে।
তবুও বিষাদ আসে, আনমনা কোন কারণে,
পাশাপাশি দাড়িয়ে,
হাতে হাত রেখে,
বলা হয়নি, বলা হয় না-
ভালবাসি বড় বেশী ভালবাসি।
আমার স্বপ্ন ছুয়েঁ, মনেরই করিডরে,
কত দক্ষিণা হাওয়া আর কোকিলের কানাকানি,
বসন্ত ছুঁয়ে যায়, অবেলায়, অকারণে।
অকারণে, অকারনে, অকারণে,
ভালবাসি বলেই কি, মনো ঝড় তোলে।
এলোচুলের বাতাসে,
সুবাসিত হাসিতে,
বলা হয়নি, বলা হয় না-
ভালবাসি বড় বেশী ভালবাসি।
তোমার মনের তীর ঘেঁসে, কতবার টেনেছি দাড়ি,
কখনও দেখি কাশবনের ফুলে ভরা তোমার বাড়ি,
আমি ভাবি বসত করি, তোমার বাড়িতে, হোক অনাদরে,
অনাদরে, অনাদরে, অনাদরে।
ভালবাসি বলেই কি, নিজেকে বাউল লাগে।
অপলক দৃষ্টি মেখে,
বলা হয়নি, বলা হয় না-
ভালবাসি বড় বেশী ভালবাসি।
যেমন করে নুপুর বাজে, পায়েরই ছন্দে।
তেমন করে প্রান নাচে মনেরই আনন্দে।
তবুও বিষাদ আসে, আনমনা কোন কারণে,
কোন কারণে, কোন কারণে,
ভালবাসিই বলেই কি, পিছুটান বলনে।
ভালবাসিই বলেই কি, পিছুটান বলনে।
পাশাপাশি দাড়িয়ে,
হাতে হাত রেখে,
বলা হয়নি, বলা হয় না-
ভালবাসি বড় বেশী ভালবাসি।
আমার স্বপ্ন ছুয়েঁ, মনেরই করিডরে,
কত দক্ষিণা হাওয়া আর কোকিলের কানাকানি,
বসন্ত ছুঁয়ে যায়, অবেলায়, অকারণে।
অকারণে, অকারনে, অকারণে,
ভালবাসি বলেই কি, মনো ঝড় তোলে।
এলোচুলের বাতাসে,
সুবাসিত হাসিতে,
বলা হয়নি, বলা হয় না-
ভালবাসি বড় বেশী ভালবাসি।
তোমার মনের তীর ঘেঁসে, কতবার টেনেছি দাড়ি,
কখনও দেখি কাশবনের ফুলে ভরা তোমার বাড়ি,
আমি ভাবি বসত করি, তোমার বাড়িতে, হোক অনাদরে,
অনাদরে, অনাদরে, অনাদরে।
ভালবাসি বলেই কি, নিজেকে বাউল লাগে।
অনেক কষ্টের মাঝে,
হৃদয়ের রক্ত ক্ষরণে,
বলা হয়নি, বলা হয় না-
ভালবাসি বড় বেশী ভালবাসি।
হৃদয়ের রক্ত ক্ষরণে,
বলা হয়নি, বলা হয় না-
ভালবাসি বড় বেশী ভালবাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন