চল
চল ঐ নীল পাহাড়ের পাদদেশে,
কাদামাটি খুঁড়ে রুপা তুলি অনেক পরিশ্রমে ।
চল ঐ হিমালয়েরই চুড়ায়,
সাদা মেঘ থেকে ধার করে নেই অল্প কিছু সুধা।
চল ঐ নীল সাগরের তলদেশে,
জলকেলি খেলি শুদ্ধ স্নানে।
চল ঐ পাতাবাহারের দেশে,
চুপটি করে বাধি বাসা মনের দুয়ার ঘেঁষে।
চল ঐ মরুভূমিরই প্রান্তরে,
মরীচিকাদের সাথে হবে সখ্যতা বন্যবেশে ।
চল ঐ উত্তাল জোয়ারে,
ডুবাডুবি হবে খানিক নিঃশ্বাস বন্ধ করে।
চল ঐ শান্ত নদীটিতে,
ডুব মেরে থাকি কিছুক্ষণ পৃথিবী যেন না জানে।
চল না, পৃথিবীটাকে দেখি, নিজের মত করে।
চল না, মনটাকে দেখি মনের মত করে।
চল না, হৃদয় টাকে বলি- তোমার কথা শুনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন