ভালবাসা উপমা নয়
তুমি শ্রাবণের বৃষ্টি হও
আমি তা চাই না।
তুমি বয়ে চলা নদী হও,
তাও আমি চাই না।
বসন্তের দিনে কোকিল হও
এও আমি চাই না।
তুমি প্রকৃতির কোন কিছুই সাজো,
তাও আমি চাই না।
আমি চাই-
তুমি যাও চাও, তাই হও।
শুধু হৃদয়ে মিশে থাকা,
রক্তের প্রতিটি কণা হয়ে,
শ্বেতকনিকা কিংবা লোহিতকণিকা।
প্রতিটি ফোটায় ফোটায়,
আমি অক্সিজেন হয়ে,
শুধু হৃদয়টাকে বাঁচাতে চাই।
বাঁচাতে চাই স্বপ্ন টাকে।
বাঁচাতে চাই আমাকে, তোমাতে।
আমি তা চাই না।
তুমি বয়ে চলা নদী হও,
তাও আমি চাই না।
বসন্তের দিনে কোকিল হও
এও আমি চাই না।
তুমি প্রকৃতির কোন কিছুই সাজো,
তাও আমি চাই না।
আমি চাই-
তুমি যাও চাও, তাই হও।
শুধু হৃদয়ে মিশে থাকা,
রক্তের প্রতিটি কণা হয়ে,
শ্বেতকনিকা কিংবা লোহিতকণিকা।
প্রতিটি ফোটায় ফোটায়,
আমি অক্সিজেন হয়ে,
শুধু হৃদয়টাকে বাঁচাতে চাই।
বাঁচাতে চাই স্বপ্ন টাকে।
বাঁচাতে চাই আমাকে, তোমাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন