মাঞ্ঝি থানের তুলশী পাতা
দীঘল বর্ষার রাতে,
যদি আমি ঘুমিয়ে পড়ি।
তাহলে আকাশের তারাদের বলিও,
বিশ্রাম নিতে,
ভোরের পাখিদের বলিও,
ঘুমিয়ে থাকতে।
কাকডাকা ভরে,
ভোরের শিশিরকে বলিও,
বৃষ্টি হয়ে না ঝরতে।
আমার ঘুমিয়ে পড়াটাকে তোমারা,
তামাশা বানাও, দুর্বলতা সাজাও।
কত রঙ্গে রং মাখিয়ে,
সাদাকে কালো বল,
অন্ধকারকে আলো বল,
নষ্টাকে সতী বল,
বেশ্যাকে জনপ্রতিনিধি বানিয়ে,
নিজেকে তুলে ধরো।
সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে,
বিটলাহা যখন নেতা হয়,
সমাজবিরোধী যখন নিজেকে দেবতা বানায়,
তখন মারে হাপড়ামরা,
চিৎকার করে কাঁদে,
মাঞ্ঝি থানের তুলশী পাতা,
রূপ রস গন্ধ সবই হারায়,
মাটির ঢিপিতে শুধুই পুতে রাখা,
একটি অকর্মা পতাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন