একদিন আমিও
যদিও একদিন,
ভাঙা খাটে জীর্ণ বিছানায়,
কত স্বর্ণালীর স্বপ্ন বুনন।
ভাঙা জানালার ফাঁকে,
দুর নীলিমার দিকে চেয়ে থাকা,
শুধুই হাতছানি।
ভাঙা জানালার পাশ দিয়ে,
বয়ে চলা চুড়ির রিনিঝিনি শব্দ,
এ পাশ ও পাশ করা ভাঙা খাটের শব্দ,
নাকে ভেসে আসা পারফিউমের গন্ধ।
শুধুই হাসফিস করে উঠা।
তোমার তখন মৌ বসন্তের কাল,
ফুলে ফুলে সুবাসিত বাগান,
থরে থরে সাজানো পুষ্পরাজি,
আর শত ভ্রমরের আনাগোনা,
মধু বসন্তের গান।
আজ সময় গিয়েছে চলে,
সময়ের স্রোতে,
ভাঙা জানালা, ভাঙা নেই।
শেগুন কাঠের নরম পালঙ্কে শুয়ে,
নিথর চোখে চেয়ে থাকা।
চুড়ির শব্দের বদলে,
গাড়ীর হর্ণে মাতোয়ারা,
নিজ দেহ থেকে গন্ধ ছড়ায়,
দামী পারফিউমের।
ঋতু বদলের দিনে,
বদলে যাওয়া সময়ের স্রোতে,
বড্ড হাসি পায়,
আজব তোমার নব্য বেশভুশায়।
একদিন আমিও,
ঘুরে দাড়ানো দাড়কাক হয়ে,
আমার আকাশ খুলে,
নীলিমার দিকে, হাতছানি নয়!
অবগাহন সুখে,
ভাসাবো ভেলা।
ভাঙা খাটে জীর্ণ বিছানায়,
কত স্বর্ণালীর স্বপ্ন বুনন।
ভাঙা জানালার ফাঁকে,
দুর নীলিমার দিকে চেয়ে থাকা,
শুধুই হাতছানি।
ভাঙা জানালার পাশ দিয়ে,
বয়ে চলা চুড়ির রিনিঝিনি শব্দ,
এ পাশ ও পাশ করা ভাঙা খাটের শব্দ,
নাকে ভেসে আসা পারফিউমের গন্ধ।
শুধুই হাসফিস করে উঠা।
তোমার তখন মৌ বসন্তের কাল,
ফুলে ফুলে সুবাসিত বাগান,
থরে থরে সাজানো পুষ্পরাজি,
আর শত ভ্রমরের আনাগোনা,
মধু বসন্তের গান।
আজ সময় গিয়েছে চলে,
সময়ের স্রোতে,
ভাঙা জানালা, ভাঙা নেই।
শেগুন কাঠের নরম পালঙ্কে শুয়ে,
নিথর চোখে চেয়ে থাকা।
চুড়ির শব্দের বদলে,
গাড়ীর হর্ণে মাতোয়ারা,
নিজ দেহ থেকে গন্ধ ছড়ায়,
দামী পারফিউমের।
ঋতু বদলের দিনে,
বদলে যাওয়া সময়ের স্রোতে,
বড্ড হাসি পায়,
আজব তোমার নব্য বেশভুশায়।
একদিন আমিও,
ঘুরে দাড়ানো দাড়কাক হয়ে,
আমার আকাশ খুলে,
নীলিমার দিকে, হাতছানি নয়!
অবগাহন সুখে,
ভাসাবো ভেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন