মাঝে মাঝে
মাঝে মাঝে এমন সকাল আসে, শুধুই তাকে আলিঙ্গন করতে ইচ্ছে করে,
ইচ্ছে করে এই সকালটাকে টেনে নিয়ে যাই ঐ সকাল পর্যন্ত ।
মাঝে মাঝে এমন হয়,
যেমন কখনো হয় না, মাঝে মাঝে যেমন করে হয়,অনেক সাধনায়ও তেমন করে হয় না।
মাঝে মাঝে তুমি যেমন তুমি হও,আমি তেমন আমি হই না,তারপরও আমরা হই,
যেমন করে আকাশ আর বাতাস একাকার হয়।
মাঝে মাঝে দুর, দূরান্ত নয়,আবার নিকট, নিকতম নয়,তারপরও কাছাকাছি হই,যেমন করে ফুল আর ভ্রমর হয়।
ইচ্ছে করে এই সকালটাকে টেনে নিয়ে যাই ঐ সকাল পর্যন্ত ।
মাঝে মাঝে এমন হয়,
যেমন কখনো হয় না, মাঝে মাঝে যেমন করে হয়,অনেক সাধনায়ও তেমন করে হয় না।
মাঝে মাঝে তুমি যেমন তুমি হও,আমি তেমন আমি হই না,তারপরও আমরা হই,
যেমন করে আকাশ আর বাতাস একাকার হয়।
মাঝে মাঝে দুর, দূরান্ত নয়,আবার নিকট, নিকতম নয়,তারপরও কাছাকাছি হই,যেমন করে ফুল আর ভ্রমর হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন