অভিবাদন তোমাকে
প্রিয়তমা,তুমি নীরব কেন?
দেখ বাগানের সব কটা গোলাপ,
তোমার জন্যে ফুটেছে,
পাপড়ি খুলে তোমাকে অভিবাদন জানাচ্ছে।
প্রিয়তমা, দেখ ভোরের কুয়াশা,
তোমার জন্যে সরে গিয়েছে,
তোমার নরম পা দুটো ধোয়াবে বলে,
দূর্বা ঘাসেরা মাথায় শিশিসের জল ধরেছে।
প্রিয়তমা, মন খারাপ কেন?
তুমি কি শুনছ!
সাইবেরিয়া থেকে ছুটে আসা,
অতিথি পাখিরা তোমার জন্যে -
সুরের মূর্ছনা তুলছে।
প্রিয়তমা, গোমড়া মুখে আর থেকো না,
দেখ না, সব পাতা বাহারেরা তোমার জন্যে সেজেছে,
পাখিদের কলতানে মুখরিত আকাশ বাতাস,
ফুলেরা সেজেছে আপন আলোয়,
তুমি আছ বলেই তো -
আজ সকালটা এতো মধুময়,
শীতেরা নিয়েছে ছুটি,
দুঃখরা আছে ঘুমিয়ে,
নিন্দুকদের গলায় হয়েছে ব্যথা,
মিথ্যে দোষারোপে ক্লান্ত তাঁরা।
প্রিয়তমা, প্রিয়তমা, প্রিয়তমা,
তোমায় কথা দিলাম,
লোক মুখের চুনকালি,
হাজারো মিথ্যে বুলির জঙ্গলে,
আমি তোমাকে নীলাকাশ দেখাবো,
যেখানে লেখা আছে সুন্দর আগামীর কথা।
প্রিয়তমা, মন্দ আছে বলেই,
ভালকে আজ চিনি।
কিছু সমাজ বিরোধী, কিছু সমাজের কিট,
যারা নিজেরা নষ্ট,
নষ্ট করেছে সামাজিক ব্যবস্থা,
তাদের চোখ রাঙ্গানিতে,
ভয় পেয় না।
নিজের মধ্যে যার অপরাধবোধ লুকিয়ে থাকে,
তারাই পুরো সমাজকে অপরাধী বলে থাকে।
লম্পট মিথ্যে জিব্বাদের -
মিথ্যের বসতি,
হবে, হবেই ম্লান,
কারণ এখনো জাগ্রত,
শত জনতার সত্যের বিবেক।
এখনো পৃথিবীটা সুন্দর,
এখনো মানুষ সুন্দর,
ভাল মানুষরা আছে বলেই।
প্রিয়তমা, দেখ একদিন,
শত সুন্দর শত মানুষের রব,
তোমায় করবে কলরব।
এখনো ওরা জাগ্রত ,
ঘুমায়না কখনো।
প্রিয়তমা, শুনবে একদিন,
আমি কথা দিলাম,
তুমি শুনবেই -
স্লোগানে স্লোগানে মুখরিত হবে,
তোমার আঙিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন