ব্যবধান
আমায় বাঁধতে চাও,
বাধঁ।
লোহায় লোহায় বেড়ী পরিয়ে,
আমাকে রাখতে চাও।
রাখ।
আমায় বন্দি করে,
তুমি উড়বে আকাশে-বাতাসে,
আর আমি দুচোখ ভরে দেখবো।
উড়ো।
তোমার লালায়িত স্বপ্ন বুকে,
যতটুকু খুশি, ততটুকু হাসি,
হাঁসো।
আমায় বেড়ে উঠাকে,
তুমি কটাক্ষ কর,
করো।
এক দিন,
শুধু দিন,
একটি চান্স,
শুধুই একটি চান্স।
তারপর।
তোমার আমার পার্থক্য,
করে দিবে প্রকৃতি।
তুমি তখন,
আমি এখন যেমন।
আমি তখন,
তুমি এখন যেমন।
বাধঁ।
লোহায় লোহায় বেড়ী পরিয়ে,
আমাকে রাখতে চাও।
রাখ।
আমায় বন্দি করে,
তুমি উড়বে আকাশে-বাতাসে,
আর আমি দুচোখ ভরে দেখবো।
উড়ো।
তোমার লালায়িত স্বপ্ন বুকে,
যতটুকু খুশি, ততটুকু হাসি,
হাঁসো।
আমায় বেড়ে উঠাকে,
তুমি কটাক্ষ কর,
করো।
এক দিন,
শুধু দিন,
একটি চান্স,
শুধুই একটি চান্স।
তারপর।
তোমার আমার পার্থক্য,
করে দিবে প্রকৃতি।
তুমি তখন,
আমি এখন যেমন।
আমি তখন,
তুমি এখন যেমন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন