বহুরুপি
তখন কত লুকোচুরি।
যখন ওরা বলে,
তখন কত হাসির ঝলকানি।
নিজে নিজের মধ্যেই চোরাকারবারি,
ভাবের ঘরে কর চুরি।
এ চুরি চিরকালই চোর বানিয়ে রাখে,
অজান্তেই বাধে এক দাসত্বের বাধন।
চার দেয়ালে বন্দি যখন,
ভেবো না কেউ দেখছে না,
বনের বাঘে যত না খায়,
তার চেয়েও বেশী খায়,
মনের বাঘে।
যতই আড়াল কর নিজেকে,
মেকি হাসির মায়াজালে,
একদিন তোমার মনের বাঘই,
গিলে ফেলবে তোমাকে।
ভাবের ঘরে কর চুরি।
এ চুরি চিরকালই চোর বানিয়ে রাখে,
অজান্তেই বাধে এক দাসত্বের বাধন।
চার দেয়ালে বন্দি যখন,
ভেবো না কেউ দেখছে না,
বনের বাঘে যত না খায়,
তার চেয়েও বেশী খায়,
মনের বাঘে।
যতই আড়াল কর নিজেকে,
মেকি হাসির মায়াজালে,
একদিন তোমার মনের বাঘই,
গিলে ফেলবে তোমাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন