প্রেম কী?
প্রেম, আলো আধারি গলির কোনে দুষ্টুমি,
প্রেম, পার্কের ঝোপের কোনে চুপচাপ বসে থাকা,
প্রেম, কিশোরীর চোখের ছলছল চাহনী।
প্রেম, না বলা কথার আলোড়ন,
প্রেম, পৌড়ত্বের শেষে ফিরে পাওয়ার আশা,
প্রেম, শেষ হয়ে যাওয়া সিগারেটের বাকী অংশ।
প্রেম, সব কিছু পাওয়ার পর আরও তৃষা জাগিয়ে রাখা,
প্রেম, ফেলে আসা সময়ের হাতছানি,
প্রেম, অন্ধের মত ছুটে চলা,
প্রেম, শেষ হয়ে যাওয়ার পরও কিছু থেকে যাওয়া।
প্রেম, যৌবনের পাগলামী আর পৌড়ত্বের ভাবনা,
প্রেম, কিশোরীর চুম্বনের প্রত্যাশা,
প্রেম, ফিরে ফিরে আসার আদম্য ইচ্ছা।
প্রেম, বদ্ধ ঘরে জৈবিক ক্রীড়া,
প্রেম, উত্তপ্ত নিশ্বাসের ঝড় তোলা,
প্রেম, ঘামে ভেজা পরিতৃপ্ততা।
প্রেম, শেষ প্রহরের মিষ্টি সুধা,
প্রেম, ভোরের শিশিরে ভেজা ফুলেল শোভা,
প্রেম, সকালের সুর্য্য উঠা।
প্রেম, দুপুরের আলস বেলা,
প্রেম, বিকেলের গোধুলীর মায়া,
প্রেম, সন্ধ্যা তারার ভালাবাসা।
প্রেম, জোনাকীর সাথে সন্ধি করা,
প্রেম, রাতে বিছানার সাথে সহবাস,
প্রেম, ঘুমের মাঝে হারিয়ে যাওয়া।
প্রেম, বিচ্ছেদের মধ্যে বেঁচে থাকা,
প্রেম, সম্প্রদান কারকে শূন্য বিভক্তি,
প্রেম, ডুবে ডুবে জল খাওয়া।
প্রেম, ব্যার্থতার জালে বুনা রঙিন সুতা,
প্রেম, প্রতীক্ষার প্রহর গোনা,.
প্রেম, বুঁদ হয়ে থাকা নেশা।
প্রেম, ঝাল আর মিষ্টির বাসনা,
প্রেম, খাওয়ার পরও অতৃপ্তের স্বাদ।
প্রেম, আবার নতুন করে শুরু করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন