অন্তারোহণ
তুমি কি কখনো চোখ বন্ধ করে হেঁটেছ?
কতদূর গিয়ে থেমেছ?
যেখানে বাধা সে পর্যন্ত ।
কি করেছিলে?
চোখ খুলে দেখেছিলে,
আবার কি বন্ধ করবে চোখ?
না বন্ধ কর না,
খোলাচোখের সাথে আরও দুটো যুক্ত কর
যুক্তি আর হৃদয়।
বাতায়নে দাঁড়িয়ে খুব করে খোলা আকাশ দেখেছ?
কি দেখেছ?
নীলাকাশ,
দুরে উড়ে যাওয়া পাখি,
কিংবা সাদা সাদা মেঘ!
ওরা উড়ে উড়ার তরে,
তাহলে তুমি কেন গোমরা মুখে,
বাতায়ন ঘিরে?
উড়ো ইচ্ছেমত তোমার আকাশে,
তবে শৃঙ্খল বিহীন জীবন, জীবন নয়,
যেমন শৃঙ্খল বিহীন প্রকৃতি, প্রকৃতি নয়।
কতদূর গিয়ে থেমেছ?
যেখানে বাধা সে পর্যন্ত ।
কি করেছিলে?
চোখ খুলে দেখেছিলে,
আবার কি বন্ধ করবে চোখ?
না বন্ধ কর না,
খোলাচোখের সাথে আরও দুটো যুক্ত কর
যুক্তি আর হৃদয়।
বাতায়নে দাঁড়িয়ে খুব করে খোলা আকাশ দেখেছ?
কি দেখেছ?
নীলাকাশ,
দুরে উড়ে যাওয়া পাখি,
কিংবা সাদা সাদা মেঘ!
ওরা উড়ে উড়ার তরে,
তাহলে তুমি কেন গোমরা মুখে,
বাতায়ন ঘিরে?
উড়ো ইচ্ছেমত তোমার আকাশে,
তবে শৃঙ্খল বিহীন জীবন, জীবন নয়,
যেমন শৃঙ্খল বিহীন প্রকৃতি, প্রকৃতি নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন