যখন আমরা বলি,
তখন কত লুকোচুরি।
যখন ওরা বলে,
তখন কত হাসির ঝলকানি।
নিজে নিজের মধ্যেই চোরাকারবারি,
ভাবের ঘরে কর চুরি।
এ চুরি চিরকালই চোর বানিয়ে রাখে,
অজান্তেই বাধে এক দাসত্বের...
আমি ডুব মেরে থাকি আমার মাঝে,
আর তুমি?
বদ্ধ ঘরের অন্ধকারে-আপনলীলায়।
তোমাকে নিয়ে কাব্য হয় না,
কিন্তু আমাকে নিয়ে উপন্যাস।
তাও আবার ভিলেনরুপী।
তোমাদের কত শঙ্খ দুল বেজেছে, বেলায়-অবেলায়।
আমি...
ভালবেসে কলঙ্কিত হয়েছি আমি, কলঙ্কিত করেছি তোমাকে। এখন এ পোড়া মুখ নিয়ে যাবে কার ঘরে?যেখানেই যাবে-দেখবে ফিরে ফিরে আসছি আমি,শয়নেও ঘুম হবে না।স্বপনেও তৃপ্তি পাবে না।সাথীর...
আমি না একা বেরুতে পারি না।
মা বেরুতে দেয় না।
আমার নিজেরও ভয় লাগে।ও তাই নাকি?কেন তুমি ছোট নাকি?এই ! তুমি জান?গতকালকে না আমি পাশের বাড়িতেগিয়ে দেখি ----ও মা কতো পুতুল,ছোট...
মাগো যন্ত্রনায় আর কাতরাতে চাই না,চাই না, আ-উহ্ করে সময়টাকে এড়াতে।ওদের লোলুপ চোখের দৃষ্টি,ওদের হিংস্রতার থাবা,ওদের লোভাতুর আকাঙ্খা।আমায় ঘুমাতে দেয় না,আমায় শান্তিতে থাকতে দেয়...
তুমি শ্রাবণের বৃষ্টি হওআমি তা চাই না।তুমি বয়ে চলা নদী হও,তাও আমি চাই না।বসন্তের দিনে কোকিল হওএও আমি চাই না।তুমি প্রকৃতির কোন কিছুই সাজো,তাও আমি চাই না।আমি চাই-তুমি যাও চাও, তাই হও।শুধু...
কি করে বলি, তুমি যে আমার কী?শুধু ভেবে ভেবে সময় যে চলে যায়।দিন আসে দিনের সুরভী নিয়ে,রাত আসে শুধু তোমার ভাবনায়।চলতি পথে আপন মনে,সাজায় তোমায় কল্প বনে,যেখানে তুমি রানী, আমি...
নরম দুটি হাত ছুঁয়ে,
অপলক দৃষ্টি মেখে,
বলা হয়নি, বলা হয় না-
ভালবাসি বড় বেশী ভালবাসি।
যেমন করে নুপুর বাজে, পায়েরই ছন্দে।তেমন করে প্রান নাচে মনেরই আনন্দে।তবুও বিষাদ আসে,...
অামি কত বার চোখ তুলে তাকাই
হৃত্পিন্ডের অলিন্দ ধরে ধরে হাতড়াই,
অক্সিজেন অাছে, পানি অাছে,
রক্তের সব কনিকা বিদ্যমান,
তবে কিসের এ অপূণর্তা?
সেদিন ধক্ ধক্ নাড়িটাকে,...
একটি রাস্তা একটি পথ
একটি জীবন একটি বাসনা,
একটি সুখের ঠিকানা।
বড় বেশী মেকি মনে হয়,
বড় বেশী অবহেলায় দুরে ঠেলা দেয়,
আর একটি সুখের,
আর একটি পরিণতির,
আর একটি সকাল,
আর...
তুমি কি কখনো চোখ বন্ধ করে হেঁটেছ?কতদূর গিয়ে থেমেছ? যেখানে বাধা সে পর্যন্ত । কি করেছিলে?চোখ খুলে দেখেছিলে, আবার কি বন্ধ করবে চোখ?না বন্ধ কর না, খোলাচোখের সাথে আরও দুটো যুক্ত করযুক্তি...
মাঝে মাঝে এমন সকাল আসে, শুধুই তাকে আলিঙ্গন করতে ইচ্ছে করে, ইচ্ছে করে এই সকালটাকে টেনে নিয়ে যাই ঐ সকাল পর্যন্ত । মাঝে মাঝে এমন হয়, যেমন কখনো হয় না, মাঝে মাঝে যেমন করে হয়,অনেক...
চল ঐ নীল পাহাড়ের পাদদেশে,
কাদামাটি খুঁড়ে রুপা তুলি অনেক পরিশ্রমে ।
চল ঐ হিমালয়েরই চুড়ায়,
সাদা মেঘ থেকে ধার করে নেই অল্প কিছু সুধা।
চল ঐ নীল সাগরের তলদেশে,
জলকেলি খেলি শুদ্ধ...
আমি ইট পাথরের জঙ্গলে বসে,
কতবারই না হাতছানি দেই।
আমায় দেখে খিলখিল করে হাসে নির্বোধ ল্যাম্ব পোস্টটা,
ও পাড়ার রং চটা জিনস প্যান্ট পরা ছেলেরা,
সিগারেটের ধোঁয়ায় অন্ধকার করে আমার...
একটা কবিতার লাইন চাই
একটা লাইন
শুধু একটা লাইন।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে থাকবে---
বেচে থাকার গান,
অনৈতিকতার বিরুদ্ধে, বারুদ জ্বালা প্রতিশেধক।
যে লাইনে ভাঁজে ভাঁজে, লুকিয়ে...