সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

৫:৩০:০০ PM

Iń do Ai-iń kuli kedea, “Cet́ UN gho̠sona lekate Baṅladisạm ren Santal ko Indigenous ko manaoḱ kana?”


 Hẽ, Baṅladisạmren Santalko do̠ ạdibạsi jạt lekateko manao akana jegeṭkeṭõ̠ṛẽ̠ manḍer lekate ạdibạsi jạt lekateko manao akana, ona sãote United Nations ạdibạsi jạtren hok hok gho̠sona (UNDRIP) hõ menak̕a. Santal somaj, okoe do̠ asolre utạr Baṅladisạm reaḱ ḍạrkoreko tahenkan, onko do̠ ạḍi maraṅ gunkoe hạṭińeda oka do̠ jạt pạrsi ạn lekate ạdibạsi ho̠ṛkoaḱ ạri-cạli sãote jopoṛao menak̕a.

UN gho̠sona reaḱ ạn lekate pạtiạu reaḱ maraṅ bindu: Apnar-O̠no̠l Desi koak̕ ạidạri do̠ ạḍi ḍherte Debasi lekate apnar ạidạri ńam reaḱ ạidạri re̠ge̠ teṅgo akana. Santal jạt do̠ apnartet́ Adibasi (Indigenous) lekate ko baḍae ocoet́ kana, mit́ judạ ạri-cạli, pạrsi, ar itihas reaḱ ạidạri ko hạṭińet́ kana. Alag Sanskritik ar Samajik O̠no̠l
Santalkoak̕ apnar pạrsi (Santali), ạri-cạli, ạri-cạli, ar somaj ạri-cạli menak̕a oka do̠ onko ạḍi jạruṛan bengali jạt khon judạgeko menak̕a.
Onko do̠ onkoak̕ jạt ar parkom sãote ạḍi jạsti joṛao akan ạri-cạli ko bạgi oṭoak̕ kana.
Itihas reak̕ kạmi kạmi Adibasi họṛkọ jaolekate̱ onko họṛkoak’ bõsọn lekate̱ ńelok’ kana okoe do̱ ạdibạsi họṛkọ hijuk’ se nahaḱ jạt-pọnọt benao laha mit’ ṭo̱ṭha re̱ tahẽn tãhe kana. Santal jạt koak̕ Baṅgla disomre ạḍi ạḍi din khonge, Baṅladisạm disom lekate tear rakap̕ laha khonge. Marjinal ar Displasement Aema ạdibạsi jạt leka Santalko hõ itihas reaḱ ḍạrko, jumi reaḱ ạidạri, ar somaj ar arthik ạri-cạli reaḱ jạruṛaḱ ko ńam akada. Noa do̠ Indigenous pạtiạu reaḱ mit́ maraṅ ạn ạri reaḱ cinhạe uduḱet́ kana: onkoaḱ judạ judạ ạri-cạli reaḱ ạidạri iạte bạṛić se bạṛić kạmi reaḱ ạ̃t. Dominant Rajya Somaj re Purạte ạḍi jạruṛ menaḱa Santalko do̠ ạḍi jạruṛan bengali ạri-cạli khon judạ judạ ạri-cạli ko dohoet́ kana, ar aema hoṛ do̠ nit hõ onko somajre ko tahen kana okaṭaḱ re ạri-cạli jion reaḱ ạri-cạli, ạri-cạli sãote ạri-cạli hõ keṭeć gea. Onko do̠ rajniti, arthik ar sọmaj bebosta kore itihas lekate ḍher ko so̠do̠r akana, oka do̠ dhạrti reaḱ ạdibạsi ho̠ṛkoaḱ mit́ saman gun kana. Adibasi họṛkọak’ mit’ jọpọṛao reak’ bichnạo:
UN dọ keṭec’ bichnạo bae em et’ kana, enhõ uni dọ ạdibạsi họṛkọ manaoet’ kana jeleka apnar ạidạri, judạ judạ ạri-cạli, pạrsi, ar mit’ khas ṭo̱ṭha reak’ itihas jogao, ar ona sãote̱ ạdibạsi họṛkọak’ itihas sãote̱. Santal ho̠ṛ do̠ noako ạnkoko fit̕ akana. Baṅladisạm re, sorkar do̠ ạḍi ghạṛić ạḍi tho̠ṛa jạt ko ạdibạsi (Adivasi) lekate manao lạgit́e ḍhiṭet́ kana, "jạt pạrsiren kạṭic̕ jạt" se "kạṭic̕ jạt jạt" lekan ạri-cạli ko bạgi kate. Menkhan United Nations ar eṭaḱ disomren manwa hok ạidạri kạmiạko lekan sãota do Baṅladisạm reaḱ eṭaḱ ạdibạsi dolko sãote ạdibạsi hoṛko lạgit́ ạḍi ḍher disomạri ḍạr reaḱ ḍạrkore Santalko hõ ko manaoet́ kana. Niskars: UN ren ạdibạsi hoṛkoaḱ hok ạidạri reaḱ gho̠sona lekate, Baṅladisạm ren Santal hoṛko do ạdibạsi menteko manaoet́ kana, akoaḱ nij ạidạri, judạ judạ ạri-cạli ar itihas ạidạri, ar onkoaḱ ḍhertet́ ar ḍhertet́ reaḱ aṭkar reaḱ asol ạidạri lekate.



৪:১৭:০০ PM

I asked AI, "Are the Santals of Bangladesh considered Indigenous according to the UN declaration?"


 Yes, the Santals of Bangladesh are recognized as Indigenous peoples according to international standards, including the United Nations Declaration on the Rights of Indigenous Peoples (UNDRIP). The Santal community, primarily residing in the plains of northern Bangladesh, shares key characteristics that align with the definition of Indigenous peoples under international law.

Key Points of Recognition under the UN Declaration:

  1. Self-Identification
    Indigenous status is largely based on self-identification as Indigenous. The Santal people identify themselves as Adivasi (Indigenous), sharing a distinct cultural, linguistic, and historical identity.

  2. Distinct Cultural and Social Identity
    The Santals have their own language (Santali), customs, traditions, and social structures that differentiate them from the dominant Bengali population. They maintain cultural practices that are closely tied to their land and environment.

  3. Historical Continuity
    Indigenous peoples are typically seen as descendants of populations who inhabited a region before the arrival of settlers or the formation of modern nation-states. The Santal people have a long history in the Bengal region, predating the establishment of Bangladesh as a country.

  4. Marginalization and Displacement
    Like many Indigenous groups, the Santals have faced historical marginalization, land dispossession, and socioeconomic challenges. This reflects one of the key criteria of Indigenous recognition: the experience of exclusion or disadvantage due to their distinct cultural identity.

  5. Lack of Full Integration into Dominant National Society
    The Santals maintain a separate identity from the mainstream Bengali culture, and many still live in communities where traditional ways of life, including agriculture, are central. They have been historically underrepresented in political, economic, and social systems, which is a common characteristic of Indigenous peoples worldwide.

United Nations Definition of Indigenous Peoples:

While the UN does not provide a strict definition, it recognizes Indigenous peoples based on a
combination of factors such as self-identification, distinct culture, language, and historical connection to a specific territory, along with a history of marginalization or exclusion. The Santal people fit these criteria.

In Bangladesh, the government has sometimes been hesitant to officially recognize certain groups as Indigenous (Adivasi), preferring terms like "ethnic minorities" or "small ethnic groups." However, organizations like the United Nations and other international human rights bodies recognize the Santals, along with other Indigenous groups in Bangladesh, under the broader international framework for Indigenous peoples.

Conclusion:

Under the UN Declaration on the Rights of Indigenous Peoples, the Santal people of Bangladesh are recognized as Indigenous, based on their self-identification, distinct cultural and historical identity, and their experience of marginalization and exclusion.


৪:০৮:০০ PM

Ai-কে প্রশ্ন করেছিলাম "বাংলাদেশের সান্তালরা কি জাতিসংঘের ঘোষণা অনুযায়ী আদিবাসী হিসেবে বিবেচিত?"


হ্যাঁ, বাংলাদেশের সান্তাল জনগোষ্ঠীকে আন্তর্জাতিক মান, বিশেষ করে জাতিসংঘের আদিবাসী জনগণের অধিকার সংক্রান্ত ঘোষণা (UNDRIP) অনুযায়ী আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।  বাংলাদেশের উত্তরবঙ্গের সমতলভূমিতে বসবাসরত সান্তাল সম্প্রদায় আন্তর্জাতিক আইনে আদিবাসী জনগণের সংজ্ঞার সাথে সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্য বহন করে।

জাতিসংঘ ঘোষণার অধীনে সান্তাল জনগোষ্ঠীর স্বীকৃতির মূল পয়েন্টগুলো:

  1. স্ব-পরিচয়
    আদিবাসী হিসেবে স্বীকৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো স্ব-পরিচয়। সান্তাল জনগোষ্ঠী নিজেদের আদিবাসী (আদিবাসী) হিসেবে পরিচয় দেয় এবং তাদের একটি স্বতন্ত্র সাংস্কৃতিক, ভাষাগত এবং ঐতিহাসিক পরিচয় রয়েছে।

  2. স্বতন্ত্র সাংস্কৃতিক ও সামাজিক পরিচয়
    সান্তালদের নিজস্ব ভাষা (সান্তালি), রীতি-নীতি, ঐতিহ্য এবং সামাজিক কাঠামো রয়েছে যা মূলধারার বাঙালি জনগোষ্ঠীর থেকে আলাদা। তারা এমন সাংস্কৃতিক চর্চা ধরে রেখেছে যা তাদের ভূমি ও পরিবেশের সাথে গভীরভাবে যুক্ত।

  3. ঐতিহাসিক ধারাবাহিকতা
    আদিবাসী জনগোষ্ঠী সাধারণত এমন জনগোষ্ঠীর বংশধর হিসেবে বিবেচিত হয় যারা আধুনিক জাতিরাষ্ট্র বা বসতি স্থাপনকারীদের আগমনের পূর্বে কোনো অঞ্চলে বাস করত। সান্তাল জনগোষ্ঠীর বাংলা অঞ্চলে দীর্ঘ ইতিহাস রয়েছে যা বাংলাদেশের প্রতিষ্ঠার আগেই বিদ্যমান ছিল।

  4. প্রান্তিককরণ ও বাস্তুচ্যুতি
    অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর মতো, সান্তালরা ইতিহাসজুড়ে প্রান্তিককরণ, ভূমি থেকে উচ্ছেদ এবং অর্থনৈতিক-সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এটি আদিবাসী হিসেবে স্বীকৃতির অন্যতম বৈশিষ্ট্য, যেটি তাদের ভিন্ন সাংস্কৃতিক পরিচয়ের কারণে ঘটে।

  5. প্রধানধারার জাতীয় সমাজে পূর্ণ সংহতি না থাকা
    সান্তালরা মূলধারার বাঙালি সংস্কৃতি থেকে পৃথক একটি পরিচয় ধরে রেখেছে এবং অনেকেই এখনো এমন সম্প্রদায়ে বসবাস করেন যেখানে ঐতিহ্যবাহী জীবনধারা, বিশেষত কৃষিকাজ, কেন্দ্রীয় ভূমিকা পালন করে। তারা ঐতিহাসিকভাবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় কম প্রতিনিধিত্ব পেয়েছে, যা বিশ্বব্যাপী আদিবাসী জনগণের সাধারণ বৈশিষ্ট্য।

জাতিসংঘের আদিবাসী জনগণের সংজ্ঞা:

যদিও জাতিসংঘ আদিবাসী জনগণের জন্য নির্দিষ্ট সংজ্ঞা প্রদান করে না, তারা স্ব-পরিচয়, স্বতন্ত্র সংস্কৃতি, ভাষা, নির্দিষ্ট অঞ্চলের সাথে ঐতিহাসিক সংযোগ, এবং প্রান্তিককরণ বা বঞ্চনার অভিজ্ঞতার ভিত্তিতে আদিবাসী জনগণকে স্বীকৃতি দেয়। সান্তাল জনগোষ্ঠী এই সমস্ত বৈশিষ্ট্যের সাথে মিলে যায়।

বাংলাদেশ সরকার কখনো কখনো কিছু গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে আদিবাসী (আদিবাসী) হিসেবে স্বীকৃতি দিতে দ্বিধা প্রকাশ করেছে এবং এর পরিবর্তে "ক্ষুদ্র নৃগোষ্ঠী" বা "ছোট জাতিগত গোষ্ঠী" শব্দগুলো ব্যবহার করতে চায়। তবে, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সান্তালসহ বাংলাদেশের অন্যান্য আদিবাসী গোষ্ঠীগুলোকে আদিবাসী জনগণ হিসেবে স্বীকৃতি দেয়।

উপসংহার:

জাতিসংঘের আদিবাসী জনগণের অধিকার সংক্রান্ত ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের সান্তাল জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যা তাদের স্ব-পরিচয়, স্বতন্ত্র সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়, এবং প্রান্তিককরণের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে।



সোমবার, ১ জুলাই, ২০২৪

২:১৭:০০ PM

Google translate re Santali ạri-cạli benao lạgit́ Samar Soren ar uniren Team ṭhen sarhao

(English to Santali translation by google translate)

Jao ge bạṛti calak̕kan ḍijiṭal jug re virtual pleṭphorm re aema lekan pạrsi ko so̠do̠r do̠ ạḍi jạruṛ gea. Teheń abo do̠ google translate re Santali ạri-cạli ạri-cạli benao lạgit́ ạḍi ãṭ kurumuṭu lạgit́ Samar Soren ar uniren ạḍi ãṭ sarhaoń lạiet́ kana. Noa ạidạri do eken Technological laha sec’ do baṅ bickom Santali roṛan somaj reak’ kisạṛ ạri-cạli ạri-cạli bańcao ar pasnao lạgit’ mit’ maraṅ paṭ kana.

Virtual dhạrti re santal ạri-cạli reak̕ mọhọt̕


Bharot disom, Baṅladisom, Nepal ar Bhutan disomre lakh lakh họṛ roṛet́kan Santali pạrsi do aboaḱ pạrsi bhed-bhed reaḱ mit́ asol hi͂sạ kana. Menkhan, virtual ḍạrkore do̠ aema dhao̠ bạṛić ge hoe akana. Google ạri-cạli re santali ạri-cạli ạḍi jạruṛa:

Sanskritik Rakha: 



Pạrsi do̠ sanskritik reaḱ maraṅ ạidạri kana. Google Translate lekan jạtiạri pleṭphorm re Santali jogao kate, abo do̠ pạrsi ar ona bhitar re menaḱ ạri-cạli reaḱ kạṭic̕ kạṭic̕ jinisko rukhiạ lạgit̕ bon go̠ṛo̠a.


Ạḍi jạruṛ ar ạḍi jạruṛ:



Noa uskur hotete Santali pạrsi te roṛko do digital dhạrti re ạḍi usạrate khoborko ńam daṛeaḱa ar jogajog daṛeaḱa. Noa do pạrsi reaḱ ḍạrko ḍeṅga aṭkar ocoet́ kana ar ạḍi jạruṛaḱ kạmiko purạueda, onate Santali pạrsi te roṛko do dhạrti reaḱ galmarao re ạḍi jạruṛaḱ ko selet́ daṛeaḱa.


Siknạt ạri-cạli: 


Santali ạri-cạli ạḍi algate ńam lenkhan, siknạt ạri-cạli do Santali ạri-cạli roṛet́kan gidrạko lạgit́ ạḍi algate ńam daṛeaḱa. Noa do̠ sikhnạt ạri-cạli bạṛti lạgit́ ar bar pạrsi se aema pạrsi sikhnạt kạmi lạgit́ ạḍi jạruṛa.

Arthik Sujog: 

Business dhạrti re apnar pạrsi te roṛ lạgit́ te nãwã sujog ko jhić daṛeaḱa. Nit do̠ kạmiạko Santali ro̠ṛan gạhki ko ṭhen ko seṭer daṛeaḱa, ar udgạuic̕ko do̠ akoak̕ bajar ko pasnao daṛeak̕a, okate Santali ro̠ṛet̕ ṭoṭha kore arthik ạri-cạli bạṛti hoyok̕a.

Samar Soren ar uni ren dol koak kurumutu ko manao kate


Mit̕ṭen ạḍi jạruṛan ạri-cạli ạri-cạli benao do̠ kạṭic̕ kạmi do̠ baṅ kana. Ona lạgit́ pạrsi ạri-cạli, ạri-cạli reaḱ ạri-cạli, ar ạḍi usạrate ạri-cạli reaḱ ạḍi gạhir bujhạu jạruṛa. Samar Soren ar uniren kạmiạko do̠ noa kạmi purạu lạgit́ ạḍi jạruṛan kạmi ar ạkil ko so̠do̠r akada.

Onkoaḱ kạmi re ạḍi jạruṛan kho̠bo̠r, pạrsi ạriạliạko sãote kạmi, ar sạri ar beohar lạgit́ ạḍi jạruṛan biḍạu. Noa project do eken onkoak̕ technical ạkil do̠ baṅ bickom pạrsi ạri-cạli ar ạri-cạli ạḍi jạruṛa mente ạḍi jạruṛa.

Latar re nel kate

Google Translate re Santali pạrsi joṛao do̠ ạḍi maraṅ kạmi kana, menkhan noa do̠ e̠to̠p̕ hõ kana. Noa do̠ ḍher gạhir pạrsi lạgit́ pạrsi ạri-cạli reaḱ ạḍi jạruṛaḱ kạmi lạgit́ duạr ko jhić ocoeda. Abo do̠ as menak̕a noa ạidạri do̠ eṭak̕ technology developer ar pạrsi ạriạliạko hõ ạḍi jạruṛan digital bhage din lạgit̕ kạmi calao idi lạgit̕ ko udgạuakoa.

Mucạt̕re Samar Soren ar uniak̕ kạmiạkoak̕ ạḍi dam anaḱ kạmi lạgit̕ ạḍi ãṭ sarhao. Onkoaḱ kạmi do Santali roṛan somaj ar ḍher ḍher ḍijiṭal ḍạrkore ạḍi din hạbić ạḍi maraṅ porhoe ńam akada. Noa ạidạri manao kate, aboak̕ globa digital platform re sanam pạrsi ko ạḍi jạruṛte ạḍi jạruṛte ạḍi jạruṛte ạḍi jạruṛte ạḍi jạruṛte ạḍi jạruṛte ạḍi jạruṛte ạḍi jạruṛte. Ae̱ma Sarhao!



(Original English Text)

Gratitude to Samar Soren and His Team for Developing Santali Translation in Google Translate

In the ever-evolving digital age, the inclusion of diverse languages in virtual platforms is paramount. Today, we extend our heartfelt gratitude to Samar Soren and his dedicated team for their outstanding efforts in developing the Santali translation option in Google Translate. This achievement is not just a technological advancement but a significant step towards preserving and promoting the rich cultural heritage of the Santali-speaking community.

The Importance of Santali Translation in the Virtual World

Santali, spoken by millions of people in India, Bangladesh, Nepal, and Bhutan, is an integral part of our linguistic diversity. However, it has often been overlooked in the virtual realm. The introduction of Santali translation in Google Translate addresses several critical needs:

  1. Cultural Preservation: Language is a key carrier of culture. By integrating Santali into a global platform like Google Translate, we help preserve the language and the cultural nuances embedded within it.

  2. Accessibility and Inclusivity: This development ensures that Santali speakers can access information and communicate more effectively in the digital world. It breaks down language barriers and fosters inclusivity, allowing Santali speakers to participate more fully in the global conversation.

  3. Educational Advancement: With Santali translations readily available, educational resources can be more accessible to Santali-speaking students. This can enhance learning opportunities and support bilingual or multilingual education strategies.

  4. Economic Opportunities: In the business world, the ability to communicate in one's native language can open up new opportunities. Businesses can now reach out to Santali-speaking customers, and entrepreneurs can expand their markets, leading to economic growth in Santali-speaking regions.

Acknowledging the Efforts of Samar Soren and His Team

Developing a comprehensive translation tool is no small feat. It requires an in-depth understanding of linguistic structures, cultural contexts, and advanced technological skills. Samar Soren and his team have demonstrated exceptional dedication and expertise in bringing this project to fruition.

Their work involved meticulous research, collaboration with language experts, and rigorous testing to ensure accuracy and usability. This project not only showcases their technical proficiency but also their commitment to fostering linguistic diversity and cultural preservation.

Looking Ahead

The addition of Santali to Google Translate is a significant milestone, but it is also a beginning. It opens doors to further developments in language technology for underrepresented languages. We hope that this achievement inspires other tech developers and linguists to continue working towards a more inclusive digital future.

In conclusion, we extend our deepest thanks to Samar Soren and his team for their invaluable contribution. Their work has made a lasting impact on the Santali-speaking community and the broader digital landscape. As we celebrate this accomplishment, let us continue to advocate for and support the inclusion of all languages in our global digital platforms. Thanks!

১:০১:০০ PM

Updated HO̱Ṛ KATHA Santali Typing Software

মঙ্গলবার, ৯ মে, ২০২৩

৫:২২:০০ PM

অলচিকি ওড়িশার সান্তালদের নোংরা রাজনীতির ফসল

 ত্রিশ দশক থেকে অলচিকি নিয়ে প্রচারনা শুরু হয়। কিন্তু সে সময় সান্তাল বিদ্বানদের কাছে  সংকীর্ন লিপি হালে জল পাইনি । ভারত স্বাধীন হওয়ার পর আবার শুরু হয় প্রচারনাতবে  প্রচারনায় রাজনীতি খু একটা  ছিল না। 

ষাট দশকে এসে  অলচিকিকে রোমান সান্তালির মুখোমুখি দাড় করায়,     সেই সময়ে রোমান সান্তালির ডাইক্রেটিক মার্ক গুলো নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু সেটাও  সেই সময়ে সমাধান হয়ে যায়।পক্ষান্তরে সেই  সময়কার  প্রায় সব লেখক সাহিত্যিক অলচিকির বিপক্ষে  অবস্থান গ্রহন করে।

এখানে বলে রাখা ভালো যে, অলচিকিকে নিয়ে ওড়িশার  সান্তালরা একছত্র ভাবে সমর্থন এবং একে নিয়ে নোংরা রাজনীতি করে গেছেন। - এতে জাতি বিভোক্ত হোক কিংবা ভাষা নষ্ট হোক। তারা কোন কিছুকেই পরোয়া করেনি। 


আশির দশকে এসে ওড়িশার সান্তালরা অলচিকিকে সামনে নিয়ে যাওয়ার জন্য রাজনীতির  রাস্তা 

খুজতে থাকে। সুস্থ রাজনীতির  কোন রাস্তা তারা খোলা পায় না, কারন ভারতে  সেই  সময় জাত পাত ধর্ম নিয়ে
 রাজনীতি আজকের  মত এত খুল্লাম খুল্লাম ছিলো  না। তারা হাল ছেড়ে না দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে তাদের উচ্চাখাঙ্কা নিয়ে যায়। প্রথমে যেটা করে সেটা হলো রোমান সান্তালী লিপিকে সান্তালী লিপি থেকে বাদ দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়, তারা ইউনিকোড সংস্থাকে চিঠি দিয়ে জানায় যে, রোমান সান্তালি লিপি এর ইউনিকোড বাতিল করে সান্তালি ভাষার একমাত্র লিপি হিসাবে অলচিকিকে ইউনিকোড দেয়ার  জন্য। এখান থেকে শুরু হয় নোংরা রাজনীতির খেলা। রোমান সান্তালি লিপির ইউনিকোড বাতিল হয়নি কিন্তু তারা অলচিকির ইউনিকোড নেয়ার চেষ্টা করেন। এখানে তারা ভারত সরকারকে ব্যবহার করেন। জনশ্রুতি আছে সরকারের  আধিকারিকদের ব্যবহার করে তারা অলচিকির ইউনিকোড হাসিল করেন। কিন্তু কোনো ভাবে অলচিকির প্রসারকে ত্বরান্বিত করা যাচ্ছিলনা, অলচিকি যেন কচ্ছপ গতিতে এগিয়ে যাচ্ছিল। বাংলদেশ ভারত নেপাল সব জায়গায়, জোর কদমে রোমান সান্তালি ব্যবহার হয়ে আসছিল। রোমানের এ গতিবিধি তাদের ভালো লাগেনি, তারা পথ খুজতে থাকে কিভাবে রোমান সান্তালিকে পথ থেকে সরিয়ে দেয়া যায়।  কিন্তু কোন ভাবেই তারা তা করতে পারছিল না, কারন রোমান সান্তালি লিপি ছিল, সান্তালী ভাষার জন্য বিজ্ঞান সম্মত লিপি। এই বিষয় তারা ভাল ভাবে জানত,  একটা বিজ্ঞান সমর্থিত জিনিষ তো যেন তেন ভাবে উড়িয়ে দেয়া যায় না। 

 

নব্বই দশকে এসে তারা আরও নোংরা রাজনীতি শুরু করে। রোমান সান্তালি লিপিকে তারা প্রকাশ্যে খ্রিস্টান ধর্মের রঙ লাগিয়ে দেয়। তারা প্রচার শুরু করে যে, রোমান সান্তালি লিপি হল খ্রিস্টানদের লিপি, এটা ইংরেজদের লিপি। এভাবে ধীরে ধীরে এ প্রচারকে তারা বেগবান করে। মানুষের মাথার ভিতর ঢোকাতে থাকে, কিন্তু কোন ভাবে সে রকম কাজ করছিল না। সেই সময় ঝাড়খন্ডের আন্দোলন তুঙ্গে। শিবু সরেন আদিবাসিদের অভিসংবাদিত নেতা হয়ে উঠেছেন। কিন্তু ওড়িশার সান্তালদের তো কিছু নেই। তাদের উচ্চাভিলাসি মন আরও বেশি উচ্চাভিলাসি হয়ে উঠে। নব্বই দশকের শেষের দিকে তারা অলচিকির ইউনিকোড পেয়ে যায়। এখানে তাদের নোংরা রাজনীতিকে আরও শক্তিশালী করে তোলে।


বিশ শতকে এসে ঝাড়খন্ড রাজ্য স্বীকৃতি পায়, কিন্তু ওড়িশার সান্তালদের পালে তেমন কোন অর্জন নেই। তারা যেন উন্মাদ প্রায় হয়ে যায়। সেই সময়  ভারতে জাতপাত ধর্মের রাজনীতি প্রায় প্রকাশ্যে শুরু হয়, ক্ষমতায় ধর্মের ঝান্ডাধারিরা  চলে আসে। ওড়িশার সান্তালরা মোক্ষম সময় খুজে পায়। তারা এবার প্রকাশ্যে সান্তালদের মধ্যে ধর্মের বিভাজন নিয়ে  আসে। বলা শুরু করে, সান্তালারা যারা খ্রিস্টান ধর্মের অনুসারি, তারা আর সান্তাল না, তারা খ্রিস্টান। এটা ছিল আবেগের উপর চরম আঘাত। রোমান লিপি সমর্থকরা ধীরে ধীরে কোনঠাসা হতে থাকে। ওড়িশার সান্তালরা পুরো সান্তাল জাতিকে দুই ভাগে ভাগ করার ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে থাকে। এত দিন তারা রোমান লিপি নিয়ে সান্তালদের মাথায় আঘাত করার চেষ্টা করেছিল, কিন্তু এবার তারা মাথা ছেড়ে হৃদয়ে বা বুকে আঘাত  করার সুত্রপাত করে। এ আঘাতে "আন্তজার্তিক সান্তাল কাউন্সিল" এর মত নিরপেক্ষ সংগঠন, তাদের ছাতার তলায় ঢুকে পড়ে। ২০১০ সাল পর্যন্ত এই সংগঠন সকল সান্তালদের অর্থাৎ ধর্ম বর্ন নির্বিশেষ সকলকে নিয়ে সান্তালি ভাষা উন্নয়নে কাজ করছিল, হটাৎ করে তারা বাংলাদেশের সান্তালদের ( যারা রোমান লিপি সমর্থকদের ) বাদ দিয়ে দেয়। সেই জায়গায় যারা অলচিকি সমর্থন করে বাংলাদেশ থেকে তাদের আমন্ত্রন জানানো শুরু করে। কিন্তু যাদের বাংলাদেশ থেকে এই সংগঠনকে আমন্ত্রন জানানো হয়, তাদের সান্তালি ভাষা নিয়ে কোন ন্যূনতম জ্ঞান নেই, নেই এই বিষয়ে কোন পড়া  শুনা, নেই বৃহৎ জনগোষ্ঠীর সাথে কোন সম্পর্ক। ওড়িশার সান্তালদের নোংরা রাজনীতির খেলায় "আন্তজার্তিক সান্তাল কাউন্সিল" পুরোপুরি সামিল হয়ে পড়ে। সান্তালদের বৃহৎ ঐকের যে অপার সম্ভাবনার একটা প্রতিষ্ঠান ছিল, সেটাকেও তারা কলুষিত করে ফেলে। ঐকের কফিনে শেষ  পেরেগ টুকু তাদের দ্বারাই তারা ঠুকে দেয়।

২০২৩ সালে এসে কিভাবে তারা অলচিকিকে সামনে নিচ্ছে?
ভারতের সান্তালদের রাজনীতির ধারক বাহক হয়ে উঠেছে অলচিকি। ওড়িশায় তাদের রাজনীতি করে বেশি ফায়দা নেই, কারন ওড়িশায় একটা জেলাতে সান্তালদের যত চালচাতুরি। এ জন্যে তারা পশ্চিম বঙ্গের দিকে হাত বাড়ায়। সেখানকার রাজনীতি কিছুটা অন্ধকারময়। সেখানকার সান্তালরা জঙ্গলমহলের মতই। সেখানকার সান্তালদের রাজনীতির মধ্যে তারা অলচিকি ঢুকিয়ে দেয়- এটাও ধর্মের ভিত্তিতে। এটা ইলেক্ট্রিকের মত কাজে লেগে যায়। এই বিষয়টা তাদেরকে আরও উৎসাহিত করে। এর রেশ ধরেই সালখান মুরমুরা সান্তাল পারগানায় অলচিকির ঝান্ডা নিয়ে হাজির হওয়ার চেষ্টা করছে।

অলচিকি শিখলে সরকারী চাকরি পাওয়া যাবে- নোংরা রাজনীতির আরও একটি কূটকৌশল তারা ঢুকিয়ে দেয়। এটা সাধারন ছাত্র ছাত্রিদের কাছে খুবই লোভনীয় হয়ে উঠে। আজকের ছাত্র-ছাত্রিরা যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের সামনে এই লোভনীয় খাবার লেলিয়ে দিয়ে, আজকে এবং আগামী প্রজম্নকে বিকলাঙ্গ করে দেয়া হলো। 

ভোট ও পেটের রাজনীতিতে সফল হয়ে, তারা বর্তমান এবং আগামি সান্তাল জাতিকে একটি বিকৃত সান্তালি ভাষার দিকে আরও একধাপ চতুরতার  সাথে এগিয়ে নিল। 

সান্তালি ভাষা ওড়িশা সান্তালির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়বেঃ  

সান্তালি ভাষায় বা  সাহিত্যে ২০০০০ বেশী শব্দ ভান্ডার আছে। সান্তালি সাহিত্যে এই শব্দ গুলোই প্রাণ। ভাষা বিজ্ঞানীদের মতে সান্তালি ভাষার এই বিরাট শব্দ ভান্ডার সান্তালি ভাষা ও সাহিত্যকে করেছে অনন্য। এই শব্দ ভান্ডারের জন্য সান্তালি ভাষার অমুল্য মাধুর্য বিদ্যমান।  ভাষা বিজ্ঞানীরা সান্তালি ভাষাকে সঠিক উপায়ে উচ্চারনের জন্যে ৫৯ টার ধ্বনি প্রয়োজন আছে বলে মতামত দেন।  কিন্তু ওড়িশার অলচিকিতে ৩০টি ধ্বনি আছে। স্বাভাবিক দৃষ্টিতে দেখলে অলচিকি লিপি সান্তালি ভাষার মোট ৫০% কম শব্দ সঠিক ভাবে উচ্চারন করতে সক্ষম। তাহলে এই অক্ষর দিয়ে সান্তালি চর্চা করতে থাকলে এক সময় সান্তালি ভাষার ৫০% বেশী শব্দ হারিয়ে যাবে। সেই সময় সান্তালি ভাষার মাধুর্য সম্পূর্ণ ভাবে বিলিন হয়ে যাবে।

ওড়িশার সান্তালি অন্য সব সান্তালি থেকে আলাদা। আলাদা এর উচ্চারনের ধরন, বিশেষণের পদ্ধতি (সান্তালদের জন্য লজ্জার মত বিষয়)। এদের সান্তালি সাংস্কৃতিক দিক গুলোও অন্য সকল সান্তালদের থেকে আলাদা। 


নোংরা রাজনীতির কবলে বাংলাদেশের সান্তালরাঃ
বাংলাদেশে সান্তালদের মোট জনসংখ্যার  .০৩% অলচিকি সান্তাল অলচিকি সমর্থন করে। বাকি ৯৯.০৭% জনগন রোমান সান্তালি সমর্থন করেন। কিন্তু এই নোংরা রাজনীতির কি এক নির্মম পরিহাস এই বৃহৎ ৯৯.০৭% জগণকে .০৩% সান্তাল আটকে দিয়েছে। 

এই নোংরা রাজনীতি ১ জন ভাইকে ১০ জনের বিরুদ্ধে দাড় করিয়ে দিয়েছে। এক সময় সান্তাল সমাজ ব্যবস্থায় গ্রামের কোন লোক যদি বিপদে পড়ত, এর জন্যে ৫ জনের যদি ক্ষতি হত, তাহলে তাকে তারা সাহায্য করত।  কিন্তু এখন ৩ জন মানুষ ৩০০ জনের ক্ষতি করছে। 

রবিবার, ১১ জুলাই, ২০২১

১২:৫৫:০০ AM

আপনাদের খুব দরকার

আমরা জানি চাওয়ার মাঝে ভিক্ষা ভিক্ষা ভাব রয়েছে। তবে এই চাওয়ার মাঝে কোন অপরাধ হতে পারে না। চাওয়ার সীমানা পরিধি থাকতেই পারে, তাই বলে চাওয়াকে পকেটের থলিতে রাখার কোন মানে হয় না। কিংবা বামুন হয়ে আকাশের চাঁদকে চাওয়া কেউ কেউ টিপ্পনি কাটতেই পারে- এতেও কোন অপরাধ থাকার কথা না। আমরা, আপনাদের পাশে চাইছি, আপতত দৃষ্টিতে মনে হতে পারে- আমাদের লাভের জন্য আপনাদেরকে আমরা পাশে চাইছি।  আর এ রকম মনে হওয়া স্বাভাবিক, কারণ লাভ ছাড়া তো নাকি পৃথিবীই ঘোরে না। তবে, আমরা আমাদের লাভ টুকু আপতত শিকেঁই তুলে রেখেছি। লক্ষ্য আমাদের সমাজটার দিকে। 

দেখুন ধান ভাংতে শিবের গীত গেয়ে ফেললাম । সোজা কথায় আসি। আমরা একটি ইউটিউব চ্যানেল খুলেছি। ‍

লক্ষ্য:
সান্তাল সমাজকে প্রযুক্তিতে উৎসাহ দেয়া। প্রশিক্ষণ গ্রহনে উদ্বুদ্ধ করা। 

কেন এমন লক্ষ্য নিধারণ?
এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না যে, বর্তমান ও আগামী পুরোটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়বে। সান্তাল যুব সমাজও  এ স্রোতের বাইরে নেই। 

আগামীতে প্রযুক্তি নির্ভর জীবনাপোয় হবে এমন ধারণা প্রযুক্তিবিদদের। 



আমরা  প্রযুক্তির কোন বিষয়কে নির্ধারণ করেছি?

১) সৃজনশীল ভুবন। আমাদের সমাজের লোকের অনেক সৃজনশীল কিন্তু প্রশিক্ষণের অভাবে সেই প্রতিভা আর বিকশিত হয় না। তাই আমরা এ জায়গা টুকু আগে পছন্দ করেছি। 

২) এই জায়গাটুকুতে খুব বেশী পড়াশুনার দরকার হয় না। তাই সমাজের বিরাট যুব সমাজ যারা উচ্চ শিক্ষা নিতে পারে না, তাদেরকে এ রকম জায়গায় আসার জন্য আমাদের কাছে মনে হয়েছে উত্তম।


আমরা এখন কি করছি?
সান্তালি ভাষায় গ্রাফিক্স ডিজাইন এর উপর ছোট ছোট টিউটোরিয়াল তৈরী করছি। টিউটোরিয়াল গুলো ৫-৮ মিনিটের মধ্যে কিংবা ৫ মিনিটেরও কম হবে। 

https://www.youtube.com/watch?v=WYMnRKaue_M



আমাদের পরিকল্পনা:
এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর ও ইনডিজাইন এর ফান্ডামেন্টাল কোর্স তৈরী করবো। যাতে আমাদের কোর্স এর প্রথম থেকেই যারা আমাদের ভিডিওগুলো দেখবে তারা কাজ শুরু করতে পারে।
ইতোমধ্যে আমরা এডোবি ফটোশপের কোর্স শুরু করে দিয়েছি। আমাদের অভিজ্ঞতা বলে, একজন ব্যক্তি উপরোক্ত তিনটি সফটওয়্যার জানলেই জীবিকার জন্য ক্যারিয়ার শুরু করতে পারেন। 

আমাদের পাশে আপনাদের কেন দরকার?
ক) আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে  আপনারা পরামর্শ দিয়ে আরও ফলপ্রসু করতে পারেন।
খ) আমাদের এই প্রচেষ্টাকে অন্যদের কাছে পৌচ্ছে দিতে পারেন। যাতে তারা উপকৃত হতে পারে। 

আশা করি, আপনারা আমাদের এই অনুরোধ টুকু রাখবেন, কারন আপনারাও আমাদের মত সমাজের জন্য চিন্তা করেন, সমাজে ভাল কিছু করার জন্য প্রচেষ্টা গুলো চালিয়ে যাচ্ছেন।  নিচে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক রয়েছে - আপনার শেয়ার করে অন্যদের জানিয়ে দিতে পারেন। 

https://www.youtube.com/channel/UCB98Wm2UvU4xKVtyyiACReg?sub_confirmation=1


রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

১:৫৪:০০ PM

এখনই সময় সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার

অনেকবার শুনে এসেছি, দশের লাটি একের বঝা। এখনই সময় এক হয়ে কোন কিছু করার। ইতিহাস দেখায়, যদিও উত্তর বঙের আদিবাসিরা কখনই এক হতে পারেনি। এক হতে পারেনি সান্তালরাও। যখনই একতাবন্ধ হওয়ার চেষ্টা করেছে, ঠিক তখনই- তাদের মাঝে ঢুকিয়ে দেয়া হয়েছে- ধর্ম, আঞ্চলিকতা ইত্যাদি ইত্যাদি। মাঝ খান থেকে হাত ছাড়া হয়েছে- অনেক সুযোগ। ভেঙ্গে গেছে সামাজিক বন্ধন। ছন্নছাড়া পাখির মত অনেকই ওড়ার চেষ্টা করেছে কিন্তু কিছু ক্ষণ ওড়ার পর ক্লান্ত হয়ে পড়ে গেছে, ডানা হাত পা ভেঙ্গেছে। এই ভাঙ্গন শুধু ব্যক্তি না, সমাজের ভাঙ্গনের রোগে আক্রান্ত হয়ে আজ সমাজ মরণ ব্যাধি ভাইরাসে আক্রান্ত। এ সমাজকে টেনে তলার মত একক শক্তি আজ সমাজে কারো নেই। তাহলে উপায় কি? সমাজ জাতি সত্ত্বা কি বিলীন হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হয়ত আগামীতে পাওয়া যাবে, কিন্তু বর্তমানটাকে কি নিয়ে পথ চলা যায় না! যায়। তবে প্রত্যেকে নিজেদের মধ্যে একটু সহনশীলতা নিয়ে আসলে অনেক কিছুই সম্ভব।

বর্তমানে কি সম্ভাবনা তৈরি হয়েছে? 
হ্যাঁ দেশ আজ উন্নয়নের জোয়ারা ভাসছে। এই শ্রোতধারায় উত্তরবঙ্গের আদিবাসি সমাজ কি ভাসছে? এমন প্রশ্ন আসতেই পারে, উত্তর হয়ত আমরা নিজেরা নিজেরাই খুঁজবো। যখনি কোন জাতি মুল শ্রোতধারার সাথে চলতে পারে না, তখনই তারা পিছিয়ে পড়ে।

বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী  জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন  শেখ হাসিনা- পরম দয়াশীল, স্নেহময়ী। 


বিগত ১০ বছরে দেশের চেহারাটা বদলে দিয়েছেন। সেই বদলের কিছু আঁচ আমরা যাদের পিছিয়ে পড়া বলি তারাও পেয়েছে।দেশ স্বাধীনের আগে থেকেই উত্তরবঙ্গের আদিবাসিরা আওয়ামী লীগের পক্ষে সব সময় সমর্থন দিয়ে এসেছে। এ জন্যে যে নির্বাচন গুলোতে স্বাধীনতার পক্ষে শক্তি আসতে পারেনি, সেই সময়ে আদিবাসিরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। তারপরও তারা স্বাধীনতা পক্ষের শক্তির সাথে থাকার আপ্রাণ চেষ্টা করেছে এবং থেকেছেও। বিগত ৪৮ বছরে কি পেয়েছে, কি পায়নি - সেটা নিয়ে তারা কোন দিন ভাবেনি। এক সময় যেমন বঙ্গবন্ধুকে দেখেছে। আজকেও জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার দিকে তাকিয়ে আছে- শুধু প্রত্যাশায় নয়, বিশ্বাস ও আস্থায়।

বিগত ৪৮ বছরে উত্তরবঙ্গের আদিবাসীদের যে উন্নয়ন হওয়ার কথা, তা সত্যিকার অর্থে হয়নি। এই না হওয়ার কারণ যতটুকু না সরকারের তার চেয়ে বেশি আদিবাসীদের রয়েছে। এ কথা যারা আদিবাসীদের নিয়ে কাজ করেন, তারা প্রায়ই বলে থাকেন।

১৯৫৪ সালে যুক্তফ্রন্ট এঁর হয়ে এমএলএ হয়েছিলেন রাজশাহীর সাগ্রাম মাঝি। এঁর পর আর জাতীয় পর্যায়ে কোন প্রতিনিধি ছিল না। স্থানীয় সরকারেও তেমন কেউ উঠে আসেনি, ফলে এ জাতির উন্নয়নের সঠিক পথ কিছুটা আঁধারেই থেকে গেছে।

একাদশ  জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে অধ্যাপিকা আনঞ্চিয়েতা মারান্ডী ( আনন)  বাংলাদেশের আদিবাসীদের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। উত্তরবঙ্গের আদিবাসীদের প্রাণের আশা এবার তাদের মধ্য থেকে একজন সাংসদ হবেন। এ জন্যে মাননীয় প্রধানমন্ত্রী  জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন  শেখ হাসিনার কাছে তারা আকুল প্রার্থনা করছেন।

অধ্যাপিকা আনঞ্চিয়েতা মারান্ডী ( আনন) এর সংক্ষিপ্ত জীবনী 

জীবন বৃত্তান্ত


আননচিয়েতা মারান্ডী (আনন)
সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ
ধামইরহাট উপজেলা শাখা
উপজেলা ও থানাঃ ধামইরহাট, জেলাঃ নওগাঁ।
এবং
সহকারী অধ্যাপক, সমাজ কল্যাণ বিভাগ, জগদল আদিবাসী স্কুল ও কলেজ,
(কলেজ শাখা)
ধামইরহাট, নওগাঁ।

স্থায়ী ঠিকানা: গ্রামঃ জগৎনগর, ডাকঘরঃ জগদল, উপজেলাঃ ধামইরহাট, জেলাঃ নওগাঁ।
মোবাইল নম্বর: ০১৭১৬৯৬১২১৭, ই-মেইল: anonmarandi19@gmail.com, sca.soren@gmail.com


অস্থায়ী ঠিকানা : বাড়ী নং- ১৪৬ (নীচতলা) পূর্ব সবুজনগর, জয়পুরহাট-৫৯০০।
শিক্ষাগত যোগ্যতা: বি.এস.এস (সম্মান), এম.এস.এস (সমাজকর্ম), রাজশাহী  বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
রাজনৈতিক সাংগঠনিক অবস্থান :  সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, ধামইরহাট উপজেলা শাখা, ধামইরহাট,   নওগাঁ।
অতীত সাংগঠনিক কার্যক্রম : সদস্য, ছাত্রলীগ, তাপশী রাবেয়া হল শাখা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, রাজশাহী।
আদিবাসী ছাত্র/ছাত্রী সাংগঠনিক কার্যক্রম : মহিলা বিষয়ক সম্পাদিকা, আদিবাসী স্টুডেন্স এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (ASARU)
সান্তাল (সাঁওতাল) জাতিসত্তার সাংগঠনিক কার্যক্রম : সদস্য, জাতীয় কমিটি, BSB-Bangladesh Santal

                                                                        Baisi (Bangladesh Santal Council).

পারিবারিক পরিচিতি:
 পিতা: মৃত: লরেন্স মার্ডী (আই.এ), প্রধান শিক্ষক, সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধামইরহাট, নওগাঁ। মরহুম পিতা: ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম দিকে এলাকায় মুক্তিযুদ্ধের সংগঠক। ভারতের পশ্চিম বঙ্গের পশ্চিম দিনাজপুরের গঙ্গারামপুর শিববাড়ীর স্মরণার্থী শিবিরে তাদের সেবায় নিয়োজিত ছিলেন। সঙ্গে সঙ্গে জয়বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি উপজেলা আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। জৈঠা: শহীদ ফাদার লুকাশ মারান্ডী ঠাকুরগাঁও জেলার রুহিয়া ক্যাথলিক মিশনে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের খাদ্য সরবরাহ, চিকিৎসার ব্যবস্থাসহ  প্রয়োজনীয় সেবা করতেন। দেশ স্বাধীনের জন্য যুবকদের যুদ্ধে যেতে উৎসাহিত করতেন। এই তথ্য রাজাকার আলবদররা পাকিস্তানী সেনাবাহিনীদের জানালে বরবর হানাদাররা ২৬ এপ্রিল ১৯৭১ সালে হত্যা করেন। তিনি শহীদ হন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তাঁর গৌরব গাথা কার্যক্রম সরকারী পাঠ্যপুস্তক পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি ভারতে ও ইতালিতে পড়ালেখা করেছেন।

 ছোট কাকা ফাদার মার্কুশ মারান্ডীও স্বাধীনতা যুদ্ধে কজ করার জন্য যুদ্ধের সময় ইতালি থেকে দেশে ফিরে দেশে স্বাধীনতার জন্য কাজ করেছেন।

জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যে :

About

Ghonokuasha Baskey is a Santal writer of Bangladesh. He has started writing since 1985.

Instagram