আপনাদের খুব দরকার
আমরা জানি চাওয়ার মাঝে ভিক্ষা ভিক্ষা ভাব রয়েছে। তবে এই চাওয়ার মাঝে কোন অপরাধ হতে পারে না। চাওয়ার সীমানা পরিধি থাকতেই পারে, তাই বলে চাওয়াকে পকেটের থলিতে রাখার কোন মানে হয় না। কিংবা বামুন হয়ে আকাশের চাঁদকে চাওয়া কেউ কেউ টিপ্পনি কাটতেই পারে- এতেও কোন অপরাধ থাকার কথা না। আমরা, আপনাদের পাশে চাইছি, আপতত দৃষ্টিতে মনে হতে পারে- আমাদের লাভের জন্য আপনাদেরকে আমরা পাশে চাইছি। আর এ রকম মনে হওয়া স্বাভাবিক, কারণ লাভ ছাড়া তো নাকি পৃথিবীই ঘোরে না। তবে, আমরা আমাদের লাভ টুকু আপতত শিকেঁই তুলে রেখেছি। লক্ষ্য আমাদের সমাজটার দিকে।
দেখুন ধান ভাংতে শিবের গীত গেয়ে ফেললাম । সোজা কথায় আসি। আমরা একটি ইউটিউব চ্যানেল খুলেছি।
লক্ষ্য:
সান্তাল সমাজকে প্রযুক্তিতে উৎসাহ দেয়া। প্রশিক্ষণ গ্রহনে উদ্বুদ্ধ করা।
কেন এমন লক্ষ্য নিধারণ?
এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না যে, বর্তমান ও আগামী পুরোটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়বে। সান্তাল যুব সমাজও এ স্রোতের বাইরে নেই।
আগামীতে প্রযুক্তি নির্ভর জীবনাপোয় হবে এমন ধারণা প্রযুক্তিবিদদের।
আমরা প্রযুক্তির কোন বিষয়কে নির্ধারণ করেছি?
১) সৃজনশীল ভুবন। আমাদের সমাজের লোকের অনেক সৃজনশীল কিন্তু প্রশিক্ষণের অভাবে সেই প্রতিভা আর বিকশিত হয় না। তাই আমরা এ জায়গা টুকু আগে পছন্দ করেছি।
২) এই জায়গাটুকুতে খুব বেশী পড়াশুনার দরকার হয় না। তাই সমাজের বিরাট যুব সমাজ যারা উচ্চ শিক্ষা নিতে পারে না, তাদেরকে এ রকম জায়গায় আসার জন্য আমাদের কাছে মনে হয়েছে উত্তম।
আমরা এখন কি করছি?
সান্তালি ভাষায় গ্রাফিক্স ডিজাইন এর উপর ছোট ছোট টিউটোরিয়াল তৈরী করছি। টিউটোরিয়াল গুলো ৫-৮ মিনিটের মধ্যে কিংবা ৫ মিনিটেরও কম হবে।
https://www.youtube.com/watch?v=WYMnRKaue_M
আমাদের পরিকল্পনা:
এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর ও ইনডিজাইন এর ফান্ডামেন্টাল কোর্স তৈরী করবো। যাতে আমাদের কোর্স এর প্রথম থেকেই যারা আমাদের ভিডিওগুলো দেখবে তারা কাজ শুরু করতে পারে।
ইতোমধ্যে আমরা এডোবি ফটোশপের কোর্স শুরু করে দিয়েছি। আমাদের অভিজ্ঞতা বলে, একজন ব্যক্তি উপরোক্ত তিনটি সফটওয়্যার জানলেই জীবিকার জন্য ক্যারিয়ার শুরু করতে পারেন।
আমাদের পাশে আপনাদের কেন দরকার?
ক) আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনারা পরামর্শ দিয়ে আরও ফলপ্রসু করতে পারেন।
খ) আমাদের এই প্রচেষ্টাকে অন্যদের কাছে পৌচ্ছে দিতে পারেন। যাতে তারা উপকৃত হতে পারে।
আশা করি, আপনারা আমাদের এই অনুরোধ টুকু রাখবেন, কারন আপনারাও আমাদের মত সমাজের জন্য চিন্তা করেন, সমাজে ভাল কিছু করার জন্য প্রচেষ্টা গুলো চালিয়ে যাচ্ছেন। নিচে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক রয়েছে - আপনার শেয়ার করে অন্যদের জানিয়ে দিতে পারেন।
https://www.youtube.com/channel/UCB98Wm2UvU4xKVtyyiACReg?sub_confirmation=1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন