শনিবার, ২৭ আগস্ট, ২০১১

আমার মাঝেই থাক


আমার মাঝে তো আমি নেই
খুজে দেথ আমি কোথাই
কোন ভাবাবেগের ছন্দের তালে
কোন ছলনার মিথ্যে আচলে
আমাকে আমি হারিয়ে ফেলিছি
নাকি নিজেরই নিজের কাছে হারিয়ে গিয়েছি।

কোন শ্রাবন সন্ধ্যা তো নয়
বাদলের কান্নায় ছুয়েছে গোধুলী
কোন বিষাদের আকাশ তো নয়
কুয়াশায় ঢেকে দিয়েছে আঁখি
আমার মাছে আমি আমাকে খুজি

যতই খুজি ততই পাই শুধু তোমাকে।
তুমি আমার কি আমার অস্তিত্বের সাথে
তুমি কি আমার হিমোগ্লেবিনের মধ্যে
নাকি চিন্তার আবেশে জড়িয়ে রাখা কায়া।
ঐ শুকনো পাতার দিকে তাকিয়ে
অনেক বুঝার চেষ্টা করেও
পাইনি খুজে শুকিয়ে যাওয়া সেই স্মৃতিগুলোকে।

শুধু অনুভবে বুঝিছি
সে গুলো তো আমার চিন্তার মননে
চিতার আগুন জ্বালিয়ে চলছে
আর দিনের পর দিন পুড়ছে।
আমার অঙ্গার এই দেহতরী
কবে জানি দেখবে ও কুলের
চিরসবুজ পৃথিবী।
তোমার অস্তিত্ব থাক পড়ে থাক
যতনে কিংবা অযতনে
প্রেমে কিংবা অভ্যাসগত হয়ে
পড়ে থাক শয্যার সাথে।
লেপটে থাক বালিশের মধ্যে।

কোন মন্তব্য নেই:

About

Ghonokuasha Baskey is a Santal writer of Bangladesh. He has started writing since 1985.