তুমি চাইলে
তুমি চাইলে
সবকিছুই হতে পারতো
খর রোদ্রটা ভালবাসার শীতল ছায়ায় ভরে দেয়া যেত
না হওয়া কাজটা, খুব সহজেই করা যেত
না বলা কথাটাও, অজান্তেই বলা হয়ে যেত
প্রখর রোদেও, মাইল এর পর মাইল হাটা যেত
প্রচন্ড শীতেও, উষ্ঞতা পাওয়া যেত
প্রচন্ড ঘুমটা উপেক্ষা, রাত জাগা যেত
বইয়ের পৃষ্ঠাগুলো, প্রেম শয্যা বানানো যেত
বলপেনের ঠোঁট থেকে, শুধুই ভালাবাসা ছিটানো যেত
সেনাবাহিনী বন্দুক নয়, ফুল দিয়ে সম্ভাদন জানাতো
ছিচকে চোরটা, আর চুরি করতো না
ছিনতাইকারী, জিনিষ নিয়ে পালাতো না
দূঃখ গুলোকে, ফানুস বানিয়ে উড়িয়ে দেয়া যেত
কষ্ঠগুলোকে, বদ্ধঘরে তালা মেরে রেখে দেয়া যেত
না পাওয়া বেদনাগুলোকেও, খুব সহজে ভোলা যেত
বহুদুর হেটে আসা রাস্তাটাকে, ভালবাসা যেত
সরকার বিরোধী আন্দোলনগুলোকে, থামানো যেত
মন্ত্রীদের মিথ্যা আশ্বাসগুলোকে, বন্ধ করা যেত
জাতিগত বিদ্বেষগুলোকে, শেষ করা যেত
সত্য ধর্মটাকে, খুজে পাওয়া যেত
এখন থেকে, মৃতু্ পর্যন্ত একসাথে থাকা যেত।
শুধু তুমি চাইলে।
সবকিছুই হতে পারতো
খর রোদ্রটা ভালবাসার শীতল ছায়ায় ভরে দেয়া যেত
না হওয়া কাজটা, খুব সহজেই করা যেত
না বলা কথাটাও, অজান্তেই বলা হয়ে যেত
প্রখর রোদেও, মাইল এর পর মাইল হাটা যেত
প্রচন্ড শীতেও, উষ্ঞতা পাওয়া যেত
প্রচন্ড ঘুমটা উপেক্ষা, রাত জাগা যেত
বইয়ের পৃষ্ঠাগুলো, প্রেম শয্যা বানানো যেত
বলপেনের ঠোঁট থেকে, শুধুই ভালাবাসা ছিটানো যেত
সেনাবাহিনী বন্দুক নয়, ফুল দিয়ে সম্ভাদন জানাতো
ছিচকে চোরটা, আর চুরি করতো না
ছিনতাইকারী, জিনিষ নিয়ে পালাতো না
দূঃখ গুলোকে, ফানুস বানিয়ে উড়িয়ে দেয়া যেত
কষ্ঠগুলোকে, বদ্ধঘরে তালা মেরে রেখে দেয়া যেত
না পাওয়া বেদনাগুলোকেও, খুব সহজে ভোলা যেত
বহুদুর হেটে আসা রাস্তাটাকে, ভালবাসা যেত
সরকার বিরোধী আন্দোলনগুলোকে, থামানো যেত
মন্ত্রীদের মিথ্যা আশ্বাসগুলোকে, বন্ধ করা যেত
জাতিগত বিদ্বেষগুলোকে, শেষ করা যেত
সত্য ধর্মটাকে, খুজে পাওয়া যেত
এখন থেকে, মৃতু্ পর্যন্ত একসাথে থাকা যেত।
শুধু তুমি চাইলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন