দিশার কিনারা
মায়াবী রাতের জোছনায়
হিমধরা তেত্রিশ বসন্তের ঝড়,
মনের জানালা ভেঙ্গে, পালাতে চায়
দুমড়ে মুচড়ে দিতে চায় -
আমাকে আর আমার আমিকে।
আমাকে আর আমার আমিকে।
সবাক সন্ধিক্ষণে,
কোন পোড় বাড়ির ছাদের তলে,
ভাঙ্গা দেয়াল ঘেঁষে,
চাঁদটা যখন উঁকি দেয়-
ভাঙ্গা দেয়াল ঘেঁষে,
চাঁদটা যখন উঁকি দেয়-
তখন দিশার কূলকিনারা,
বাতাসের শব্দে,
মাতোয়ারা আঙিনা।
ঝিঁঝিঁপোকার ঝিঝি ডাক,
বাতাসের শব্দে,
মাতোয়ারা আঙিনা।
ঝিঁঝিঁপোকার ঝিঝি ডাক,
মিলিয়ে যায় বাতাসে,
হারায় দিশার কূলকিনারা,
পাগলের উন্মদনায়,
ভেসে উঠে আর একটি মানব।
পাগলের উন্মদনায়,
ভেসে উঠে আর একটি মানব।
ভেঙ্গে দিতে চায় তোমাকে,
তোমার শত বছরের লালায়িত
ফুলের বাসরকে,
উপরে উপরে সুগন্ধ,
বাতাসকে করে মধুময়,
আমাকে করে মোহিত,
মিথ্যে বাসার তলে,
ফানুস নৌকায় চেপে,
যাবে কতদূর?
ঠিকানা তো তোমার আমার একটাই।
যাবে কতদূর?
ঠিকানা তো তোমার আমার একটাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন