সুখ সদন
ক্লান্ত মনে,
কেন এই আলোড়ন?
ক্লান্ত হৃদয়, চায় একটু অবসান।
ক্লান্ত আশা, দেখেনা স্বপন।
ক্লান্ত পথিক, খোঁজে না আশ্রম।
দু চোখের নীলিমায়,
যত টুকু প্রতীক্ষা,
সব টুকু তোমায় দিলাম,
তবু হও যদি অনামিকা।
আমার ভ্রান্ত খাঁজে,
বক্রতার মাঝে,
সুধা লালায়িত অমৃতে,
সুখ সদনে আমি,
রাখবো তোমায় যতনে।
চৌচির চৌকোঠায়,
নিত্য আসে নিত্য যায়,
কোন বাধনের বাহানায়,
সেকল শুধু ছিঁড়ে যায়।
অমৃতের সুধা মেখে,
শিশির ভেজা গোলাপে,
গন্ধরাসে বন্ধ বাসে,
সুখ বিষে নিত্য মনে।
ক্লান্ত হৃদয়, চায় একটু অবসান।
ক্লান্ত আশা, দেখেনা স্বপন।
ক্লান্ত পথিক, খোঁজে না আশ্রম।
দু চোখের নীলিমায়,
যত টুকু প্রতীক্ষা,
সব টুকু তোমায় দিলাম,
তবু হও যদি অনামিকা।
আমার ভ্রান্ত খাঁজে,
বক্রতার মাঝে,
সুধা লালায়িত অমৃতে,
সুখ সদনে আমি,
রাখবো তোমায় যতনে।
চৌচির চৌকোঠায়,
নিত্য আসে নিত্য যায়,
কোন বাধনের বাহানায়,
সেকল শুধু ছিঁড়ে যায়।
অমৃতের সুধা মেখে,
শিশির ভেজা গোলাপে,
গন্ধরাসে বন্ধ বাসে,
সুখ বিষে নিত্য মনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন