মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪

জীবনের মানে



কিছুটা ছায়ায়,
কিছুটা উদ্ভাসিত।
কিছুটা মায়ায়,
আবার কিছুটা শঙ্কিত।

ছুটে চলা জীবনের গতি,
মাঝে মাঝে কিছু বিরতি।
ভাবুক মনের কুয়াশা স্বপ্ন,
দিন গুনে দিনের তন্ত্র।

হিমাদ্রির বুকে হেটে চলা একরাশ আনন্দ,
সিংহোল সমুদ্রের বুকে ক্ষনিক ছন্দ।

তারপর তিমির রজনী,
বৃষ্টিধোঁয়ায় মিশে যাওয়া।
আধাঁর আধারির সাথে,
যুগলবন্দি হওয়া।

ভোর হতেই-
জেগে উঠা ঘাস ফুলে,
অনিন্দ্য শিশির কনা।
শুভ্রতায় লুটোপুটি,
খরতাপে সবকিছু হারিয়ে,
দিন শেষে আবার ঘামে ভেজা।

জীবনের মানে কি এতটাই সামান্য?



কোন মন্তব্য নেই:

About

Ghonokuasha Baskey is a Santal writer of Bangladesh. He has started writing since 1985.