শুভ কামনা
আমি যখন নিত্তির সুতোয়, আমাকে মাপি
তখন আমি কত নিচে, আর তুমি কত উপরে।
আমি যখন আমার দেয়াল ঘেঁসে দাড়ায়
আমাকে ও তোমাকে দেখি-
আমি কত অসুন্দর, আর তুমি?
সদ্য ফোটা গোলাপের চেয়েও অপরূপ।
নিত্তির সুতোয়, তুলনার মাপে,
আমি আর তুমি।
যেন আকাশ আর মাটি।
তুমি আকাশের তারার মতো,
আমি রোদে পোঁড়া,
আধা শুকনো দূর্বাঘাস।
তোমাকে সবাই দেখে,
আমাকে সবাই পিষে।
শব্দের লাইনেও, তুমি যাও বেড়ে,
আর আমি ছোট্ট থেকে ছোট্টতে।
তুমি যদি কোনদিন ঝরো,
আমার জীর্ন বুকে।
তবে আধা শুকনো দূর্বাঘাসে,
জড়িয়ে তোমায় করব শীতল,
যেন যুগ যুগ ধরে জলন্ত অগ্নি থেকে।
না এভাবে শব্দের চয়নে, বলনে
তোমাকে আষ্টেপাষ্টে রেখে,
তোমার দ্যুতির বিকিরণ,
স্তব্ধ করতে চাই না।
তুমি চলো তোমার গতিপথে,
গন্তব্য পর্যন্ত।
আমি ততক্ষণ-----
তখন আমি কত নিচে, আর তুমি কত উপরে।
আমি যখন আমার দেয়াল ঘেঁসে দাড়ায়
আমাকে ও তোমাকে দেখি-
আমি কত অসুন্দর, আর তুমি?
সদ্য ফোটা গোলাপের চেয়েও অপরূপ।
নিত্তির সুতোয়, তুলনার মাপে,
আমি আর তুমি।
যেন আকাশ আর মাটি।
তুমি আকাশের তারার মতো,
আমি রোদে পোঁড়া,
আধা শুকনো দূর্বাঘাস।
তোমাকে সবাই দেখে,
আমাকে সবাই পিষে।
শব্দের লাইনেও, তুমি যাও বেড়ে,
আর আমি ছোট্ট থেকে ছোট্টতে।
তুমি যদি কোনদিন ঝরো,
আমার জীর্ন বুকে।
তবে আধা শুকনো দূর্বাঘাসে,
জড়িয়ে তোমায় করব শীতল,
যেন যুগ যুগ ধরে জলন্ত অগ্নি থেকে।
না এভাবে শব্দের চয়নে, বলনে
তোমাকে আষ্টেপাষ্টে রেখে,
তোমার দ্যুতির বিকিরণ,
স্তব্ধ করতে চাই না।
তুমি চলো তোমার গতিপথে,
গন্তব্য পর্যন্ত।
আমি ততক্ষণ-----
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন