তুমি ভন্ড, না আমি?
তুমি বলেছিলে,
তুমি আসবে, আমরা
অনেক কথা বলব।
তুমি তোমার মনের
কথা বলবে,
আমি আমার মনের
কথা বলবো।
আমার তখন কি
যে
হচ্ছিল-
সাগরের ঢেউয়ের মত
বুকটা দুলছিল,
দক্ষিণা হাওয়ার মত
মনটা উড়ছিল,
আর দু’চোখ
বেয়ে ঝরছিল
কামনার ঝড়।
তুমি এলে,
যেন শত সমুদ্র
পাড়ি দিয়ে,
মিষ্টি সুবাসের হাওয়াই
চড়ে।
কত রুপের পসরা
নিয়ে,
আমি আবিভূত তোমার
রুপে,
তোমার বদনে, তোমার
দীঘল কালো চুলে,
তোমার নীল নয়নের
ছাতার তলে,
কত রঙিন স্বপ্নগুলো
দোলে।
তুমি অভয় দিলে,
আমি শুরু করলাম,
আকাশ তখন প্রকম্পিত,
বাতাস তখন আড়োলিত,
ফুলেরা তখন নিশ্চুপ,
পাথিরা তখন নিস্তব্ধ,
তুমিও তখন নির্বিকার।
আমিও তখন আত্মহারা।
তারপর. ..
হঠাৎ
সবকিছু থেমে গেল,
তুমি বললে,
আমি তোমাকে চাই
না।
তুমি চলে গেলে,
আমি তাকিয়ে রইলাম।
তাহলে কি,
আমার মনের কথা
বলাটাই অপরাধ?
তুমি কি মুছতে
পেরেছ,
আমার বলা কথাগুলো
তোমার হৃদয় থেকে?
তোমার চলে যাওয়াই
কি,
সবকিছু শেষ করে
দিয়েছে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন