আজ সকালটা
আজ সকালের সুর্যটা যদি
এ ভাবে তেতিয়ে না উঠতো।
আমি তোমাকে আমার ভিতরেই রেখে দিতাম,
যত পোড়ানো সদা গন্ধ
আমি নিভৃতেই হজম করতাম।
কিন্তু আজ সকালটা
বড় বেশী হেয়ালীপনা করল,
সাত সকালে কি দরকার ছিল?
ক্ষতগুলোকে মনে করে দেয়ার,
ভালোই তো ঘুমের অতলে
ভোলার সাগরে,
স্বপ্নের কাননে,
তোমার স্বার্থপরতাগুলোকে ছাপিয়ে।
সুর্য তুমি বড়ই নিষ্ঠুর,
সকাল তুমি বড়ই বেরসিক,
শয়নেও পোড়াও, জাগরনেও পোড়াও,
আবার খরতাপেও জ্বালাও।

আমি তোমাকে আমার ভিতরেই রেখে দিতাম,
যত পোড়ানো সদা গন্ধ
আমি নিভৃতেই হজম করতাম।
কিন্তু আজ সকালটা
বড় বেশী হেয়ালীপনা করল,
সাত সকালে কি দরকার ছিল?
ক্ষতগুলোকে মনে করে দেয়ার,
ভালোই তো ঘুমের অতলে
ভোলার সাগরে,
স্বপ্নের কাননে,
তোমার স্বার্থপরতাগুলোকে ছাপিয়ে।
সুর্য তুমি বড়ই নিষ্ঠুর,
সকাল তুমি বড়ই বেরসিক,
শয়নেও পোড়াও, জাগরনেও পোড়াও,
আবার খরতাপেও জ্বালাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন