হড়
তুমি বলেছিলে-
তোমার দু’পায়ে দাড়িয়ে থেকো,
মাটিটাকে শক্ত করে আঁকড়ে ধরে।
তুমি বলেছিলে-
বুকের পাঁজরটাকে ঢাল করে,
শির উচু করে থেকো।
তুমি বলেছিলে-
শকুনেরা উড়ছে আকাশে,
খাবে তোমার জ্যান্ত শাবটাকে।
তুমি বলেছিলে-
দু’বাহু তোমার শক্ত থাকে যেন,
তীর-ধনুকের শানে।
তুমি বলেছিলে-
তোমার সরলতার মাঝে,
সর্বনাশ লুকিয়ে আছে।
তুমি বলেছিলে-
হাতে হাত রেখে,
রেখো তোমায় বন্ধনে।
দাদাঠাকুর-
আজ আমি বড় অসহায়,
রাখতে পারিনি তোমায় কথা।
শকুনেরা ডানা ঝাপটায় শিরদাড় ঘেঁসে,
পায়ের তলায় মাটিটাও যাচ্ছে সরে,
দু’বাহু রাখতে পারিনি সবল
সরলতা যে তোমারই দেয়া উপহার,
লুকাতে পারিনি কোনভাবেই।
বাড়িয়েছি হাত, ধরেনি কেউ
বাড়িয়েছি হাত, ছুতে পারিনি কাউকেও।
দাদাঠাকুর! দাদাঠাকুর!! দাদাঠাকুর!!!
আমি কি পারিনা দাঁড়াতে,
পারিনা ভেঙে দিতে শকুনের বিষদাতঁ,
সরলতার মূর্তিমায়,
গড়তে পারিনা পাথরের অভিব্যক্তি।
হাতে হাত রেখে,
শত হাতের বন্ধনে,
তুলে ধরতে পারি না কি তোমাকে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন