তুমি থাকলে
হয়ত পথ দেখিয়ে দিতে।
তুমি থাকলে,
আমার কষ্টগুলোকে লুকিয়ে
ফেলতাম তোমাকে দেখে।
তুমি থাকলে,
আজও এই খরতাপে কৃষ্ণচুড়ায় তলে,
সুখের সুধা পেতাম।
তুমি থাকলে,
খরতাপের এই দুপুরে,
তোমার সান্নিধ্যে শীতলতা পেতাম।
তুমি থাকলে,
জীবন ও জীবিকার সংগ্রামে
আরও একধাপ এগিয়ে যেতাম।
তুমি থাকলে,
শত বাধাকে উপেক্ষা করে,
তোমার মুখে হাসি ফোটাতাম।
তুমি থাকলে,
ওরা আমায় কাঁদাতো না।
তুমি থাকলে,
ওরা আমায় ছুড়ে ফেলত না।
তুমি থাকলে,
তুমি হতে বটবৃক্ষ।
তুমি থাকলে,
শত ঝড়েও হত না একটুও নষ্ট।
তুমি থাকলে,
বাঁকা চোথের টিটকারি হতে
হতাম বিরত।
তুমি থাকলে,
হৃদয়ের আঙ্গিনায়
বসন্ত থাকতো অবিরত।
তুমি থাকলে,
জ্বলন্ত এই লগ্নে,
পাপড়িগুলো ঝরেও পেত আনন্দ।
তুমি থাকলে,
মুছে যেত সব দ্বন্দ।
তুমি নেই,
তাই আমার আকাশে বাতাসে হাহাকার,
ফুলেরা আমায় সুবাস দেয় না,
পাথিরা করে না আমার জন্যে কলরব,
পৃথিবীটা আমায় দেখে করে রঙ্গ,
স্বপ্নগুলো সব অঙ্কুরেই ভঙ্গ।
তবুও-
তোমায় ভেবে, তোমার আর্দশের ঝান্ডা তুলে,
পথ হাটছি, পথের দিশার তরে।
তুমি আছ, আমার মননে, আমার স্মরণে
তাই আজও হাঁটছি আমি পৃথিবীর সংকুল পথ প্রান্তরে।
তুমি যতদিন থাকবে আমার মনে,
আমায় আটকাতে পারবে না কোন বাধাদানে।
আমি চলব,
আমি হাটবো,
আমি এগোবো,
শত বাধা উপেক্ষা করে,
আগামির পথে পথে।
তুমি যতদিন থাকবে আমার মনে,
আমায় আটকাতে পারবে না কোন বাধাদানে।
আমি চলব,
আমি হাটবো,
আমি এগোবো,
শত বাধা উপেক্ষা করে,
আগামির পথে পথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন