ঝরা পাতা
সন্ধ্যে নামে রাত পোহায়,
তবুও তোমার দেখা নাই,
তোমার দেখা নাই।
ভীষণ রকম উল্টো স্রোতের ধার,
কুল ভাঙে, আমার কিনারাও যায় যায়,
তীরে বসা দাড়কাকটাও ভয়ে দেয় দৌড়।
সন্ধ্যে নামে রাত পোহায়,
তবুও তোমার দেখা নাই,
তোমার দেখা নাই।
ফুলেরা ফোটে বসন্ত সাজে,
ষোড়শী সাজে আপন রুপে,
রুপের হাটের নিকেলের বেচাকেনা,
আমি বোকা কিনি আপন মনে।
সন্ধ্যে নামে রাত পোহায়,
তবুও তোমার দেখা নাই,
তোমার দেখা নাই।
আমি তখন স্বপ্নওয়ালা,
তুমি সাজো নিশি কুটুম,
আমি তখন ঘুরি আকাশে,
তুমি বাজাও বীনা বাতাসে বাতাসে।
সন্ধ্যে নামে রাত পোহায়
তোমার দেখা নাই,
তোমার দেখা নাই।
দুষ্টরা ছড়া কাটে,
তোমায় প্রশংসায় মাখে,
তুমি তখন আঙ্গুল ফুলে কলা গাছ,
আমি তখন বাতায়নে বসে মুচকি হাসি।
সন্ধ্যে নামে রাত পোহায়,
তোমার দেখা নাই,
তোমার দেখা নাই।
যা ক্ষতি করেছে তুমি,
করেছ তোমার নিজের,
আজ বসন্তে হয়ত বা,
উতরে যাবে,
আগামী বসন্তে ঠিক ঝরে পড়বে।
সন্ধ্যে নামে রাত পোহায়
তোমার দেখা নাই,
তোমার দেখা নাই।
অভিশাপের ডালা নয়,
প্রকৃতির নিয়ম,
ফুটলেই ঝরতে হয়,
দিনগুলো শুধু অপেক্ষায়।
সন্ধ্যে নামে রাত পোহায়
তোমার দেখা নাই,
তোমার দেখা নাই।
December 14, 2013 at 11:19pm
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন