বুধবার, ৪ জানুয়ারী, ২০১২

তুমি আসবে-1

আকাশে বাতাসে আজ একি কলরব
শান্ত দিঘীর জলে মৃদু কাপন
বাতায়ন জুড়ে জুই চামেলীর বিচরন
মুক্ত বিহঙ্গ উড়ছে আপন মনে
মুক্ত আকাশে---
লজ্জাবতি লজ্জা ভূলে
চেয়ে আছে অপলক দৃষ্টিতে।

দক্ষিণা হাওয়ায় ভেসে আসে
অনাদিকালের বার্তা
তুমি আসছো, বাতাস আমায় বলেছে,
দিঘীর জলে তাই ছন্দের নাচন
জুই চামেলীরা গণ্ধ ঢেলে
সেজেছে আপন মনে,
তাই তো মন পাখিটা উড়ছে
সকল ক্লান্তি ভূলে,
লজ্জাবতীর লজ্জার ভূষণ ছিড়ে
বেরিয়ে এসেছে---
নব যৌবনের অবগাহনে।

এত কিছুর আয়োজন,
এত কিছুর মাঝে,
তোমার আগমনে,
আমি ফিরে পেতে চাই---
ফেলে আসা সোনালী স্বপন,
ফেলে আসা ঘুমু ঘরে,
আপন মনে হারিয়ে যাওয়ার ক্ষণ,
তোমার মাঝেই--- আমার আজ, অনাদি
এবং আগামীর রথ যাত্রা আর এগিয়ে যাওয়ার সোপান।
সওয়ারী আমি
তুমি চালক।
আমি নির্বাক পথিক
তুমি পথের দিশা।
আমি কবি
তুমি কবিতা।


কোন মন্তব্য নেই:

About

Ghonokuasha Baskey is a Santal writer of Bangladesh. He has started writing since 1985.