পিশাচ সময়
অদুরেই সূর্য উঁকি দিচ্ছে
চোখ দুটো কিছুতেই বাধ মানছে না।
সারাটি রাত্রি র্নিঘুম
তারপরও তোমার ফেরার নাম নাই।
তুমি জাঙ্গাল নাকি কাঙ্গাল
আজ আবার নতুন করে ভাবতে হচ্ছে।
সময়ের চাপে হারিয়ে যাওয়া
না হয় মাংসিক চাপে কিছুক্ষণ ভূলে যাওয়া।
তাই বলে একিবারেই ভূলে যাওয়া?
তোমাকে ফিরে পাওয়ার কোন ইচ্ছে নেই আমার
আমি আমার মতই আছি
যেভাবে তুমি আমায় দেখে গিয়েছিলে
ঠিক সেই ভাবেই আছি।
বদলে যাওয়া আর বদলে দেওয়ার ছলে
আমি শুধু রয়ে গেছি আগের মতই।
ভোর তো হবেই সকালের সুর্যটাও হাসবে
আমি শুধু থাকবো গুমট আঁধারে।
সময় তুমি পিশাচ?
নাকি পিশাচের আড়ালে লুকিয়ে রাথার ছলনা?
চোখ দুটো কিছুতেই বাধ মানছে না।
সারাটি রাত্রি র্নিঘুম
তারপরও তোমার ফেরার নাম নাই।
তুমি জাঙ্গাল নাকি কাঙ্গাল
আজ আবার নতুন করে ভাবতে হচ্ছে।
সময়ের চাপে হারিয়ে যাওয়া
না হয় মাংসিক চাপে কিছুক্ষণ ভূলে যাওয়া।
তাই বলে একিবারেই ভূলে যাওয়া?
তোমাকে ফিরে পাওয়ার কোন ইচ্ছে নেই আমার
আমি আমার মতই আছি
যেভাবে তুমি আমায় দেখে গিয়েছিলে
ঠিক সেই ভাবেই আছি।
বদলে যাওয়া আর বদলে দেওয়ার ছলে
আমি শুধু রয়ে গেছি আগের মতই।
ভোর তো হবেই সকালের সুর্যটাও হাসবে
আমি শুধু থাকবো গুমট আঁধারে।
সময় তুমি পিশাচ?
নাকি পিশাচের আড়ালে লুকিয়ে রাথার ছলনা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন