একটি শুরু ছোট্ট ভাবনা
একটি শুরু জীবনের একটি অধ্যায়ের সুচনা, সুচনায় অনেক কিছু দেখা যায় না, পথ চলতে চলতে, দেখে দেখে, চিনে শিখতে হয়। এই শিক্ষা আগামীর পথকে সুন্দর করে। কতটুকু শিখেছি, আমার পদচারনায় তা প্রমানিত হয়। জীবনে হারাবার কিছু নেই, যা কিছু হারায়, সেগুলো বিরাট শিক্ষা দিয়ে যায়, যে শিক্ষা আগামীর সাফল্যের দিকে প্রবাহিত করে। কেউ ঠকিয়েছে? না ভেবে, সেই ঠকার মাঝে আমি কি পেলাম, সেটা খুজে বের করাই উত্তম।
17 জুলাই 2011
17 জুলাই 2011
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন