বাতাসের সাথে কথোপকথন
সেদিন ছিল আধো পূর্ণিমা,
আমি ইট কাট পাথরের জঙ্গলে বসে, দুর নিয়নের দিকে তাকিয়ে, সীসা মিশ্রিত বাতাস এসে, কানে কানে বলল- কি ভাবছ? আমি বললাম, হড়দের নিয়ে। ঠিক তখনি দুর্বার দমকা বাতাস, ঝাটকা মেরে, বলল - চুপ কর, ভাবনা থামা, পারবি না, পারবি না তুই। আমিও তখন উত্তপ্ত, হুঙ্কাকারে বললাম, কেন! কেন!! কেন পারবো না? আমিও তো মানুষ, আমারও গায়ে লাল রক্ত। হাসির চলে, বিষ বাস্প উড়িয়ে জবাব আসে, মীরজাফর! মীরজাফর!! মীরজাফর!!! মীরজাফর তোর আসে পাশে, মীরজাফর তোর ঘরের মধ্যে। মীরজাফরের জন্যেই তো দু শোঁ বছরের কলিনতা। নিশ্চিহ্ন হয়ে যাবি, ইতিহাস তোকে লন্ঠন দিয়ে খুঁজবে। আমি তখন বেসামাল, রক্তের গতি সর্বোচ্চ, দারিদ্রতা আছে, পেটে ভাত নাই, তাই যে যা বলে তাই করি, জীবনের প্রয়োজনে একজনকে বেচি, এক জাতিকে বেচি, বেচি বার বার অনেকবার। কেউ কেউ নিজের টানে, জীবীকার বাণে, রাস্তায় নামে, বিক্রির তরে, বিক্রেতার সাজে। দর কষাকষি, বিকিকিনি, জীবনের রথে উঠার তরে, আদিবাসীটাই পুঁজি, ভুখা নাঙ্গা মুখগুলিই তাদের পণ্য, ব্যবসায়িরা তো থাকবেই সামনের কাতারে, প্লাটফরমে, বৈঠকে, প্রতিনিধিত্বে। দেশে বিদেশের আন্তর্জাতিক ফোরামে। বাতাস আমায় চিৎকার করে বলে, মূর্খ ! কন্ড মূর্খ তুমি!! দেয়ালের কোনে বসে কল্পনার ছবি আঁক, তোমাকে বেচবে না তো বেচবে কাঁকে ? উঠ রাস্তায় নামো, ঝাণ্ডা ধরো উঁচিয়ে, চিনবে তোমায়, মানবে তোমায়, সাহসীরে কেউ করে না নত, সাহসীর নাই ভয়, সাহসীর নাই ক্ষয়।
আমি ইট কাট পাথরের জঙ্গলে বসে, দুর নিয়নের দিকে তাকিয়ে, সীসা মিশ্রিত বাতাস এসে, কানে কানে বলল- কি ভাবছ? আমি বললাম, হড়দের নিয়ে। ঠিক তখনি দুর্বার দমকা বাতাস, ঝাটকা মেরে, বলল - চুপ কর, ভাবনা থামা, পারবি না, পারবি না তুই। আমিও তখন উত্তপ্ত, হুঙ্কাকারে বললাম, কেন! কেন!! কেন পারবো না? আমিও তো মানুষ, আমারও গায়ে লাল রক্ত। হাসির চলে, বিষ বাস্প উড়িয়ে জবাব আসে, মীরজাফর! মীরজাফর!! মীরজাফর!!! মীরজাফর তোর আসে পাশে, মীরজাফর তোর ঘরের মধ্যে। মীরজাফরের জন্যেই তো দু শোঁ বছরের কলিনতা। নিশ্চিহ্ন হয়ে যাবি, ইতিহাস তোকে লন্ঠন দিয়ে খুঁজবে। আমি তখন বেসামাল, রক্তের গতি সর্বোচ্চ, দারিদ্রতা আছে, পেটে ভাত নাই, তাই যে যা বলে তাই করি, জীবনের প্রয়োজনে একজনকে বেচি, এক জাতিকে বেচি, বেচি বার বার অনেকবার। কেউ কেউ নিজের টানে, জীবীকার বাণে, রাস্তায় নামে, বিক্রির তরে, বিক্রেতার সাজে। দর কষাকষি, বিকিকিনি, জীবনের রথে উঠার তরে, আদিবাসীটাই পুঁজি, ভুখা নাঙ্গা মুখগুলিই তাদের পণ্য, ব্যবসায়িরা তো থাকবেই সামনের কাতারে, প্লাটফরমে, বৈঠকে, প্রতিনিধিত্বে। দেশে বিদেশের আন্তর্জাতিক ফোরামে। বাতাস আমায় চিৎকার করে বলে, মূর্খ ! কন্ড মূর্খ তুমি!! দেয়ালের কোনে বসে কল্পনার ছবি আঁক, তোমাকে বেচবে না তো বেচবে কাঁকে ? উঠ রাস্তায় নামো, ঝাণ্ডা ধরো উঁচিয়ে, চিনবে তোমায়, মানবে তোমায়, সাহসীরে কেউ করে না নত, সাহসীর নাই ভয়, সাহসীর নাই ক্ষয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন