মাতাল মন
ফুলেল সুবাসিত গন্ধ বাতাসে বাতাসে,
মৌ বনে মৌমাছিদের আনাগোনা,
দুর নীলিমার বুকে একরাশ আনন্দ,
ধরণীর তীর ঘেষে চটলা পায়েল ছন্দ।
সূর্য ঘেষা বাতাস বড়ই তপ্ত,
সবুজের বুকে লালের আলপনা,
রাত আসে রাতের সাজ ধরে,
দিনের আলোটা বড়ই অনাদরে।
নীল ওড়নায় ঢাকা জীবনের গল্প,
ভাঁজে ভাঁজে লুকানো কবিতা,
নিটল পায়ের চমক চলা,
কম্পিত ধুলোবালি কণা।
পাতার শিরায় শিরায় আলোড়নের সুর,
শিহরিত বৃক্ষরাজিতে ঝড়,
ডুব সাঁতারের ভেলা বড়ই বেসামাল,
অবগাহনের নেশায় মাতাল।
পতঙ্গ ছুটে আগুনের দিকে,
পিপীলিকা উড়বার তরে,
মাতাল মনে মত্ত বাসনা,
সঙ্গমেই বিলিন অব্যক্ত তৃষ্ণা।
ক্ষয়ে যাওয়া সময়ের স্রোত,
তীর হাতড়িয়ে খুজে নেওয়া,
প্রাপ্তির হাসিতে ক্ষনিক আনন্দ,
তারপর দম বন্ধ।
মৌ বনে মৌমাছিদের আনাগোনা,
দুর নীলিমার বুকে একরাশ আনন্দ,
ধরণীর তীর ঘেষে চটলা পায়েল ছন্দ।
সূর্য ঘেষা বাতাস বড়ই তপ্ত,
সবুজের বুকে লালের আলপনা,
রাত আসে রাতের সাজ ধরে,
দিনের আলোটা বড়ই অনাদরে।
নীল ওড়নায় ঢাকা জীবনের গল্প,
ভাঁজে ভাঁজে লুকানো কবিতা,
নিটল পায়ের চমক চলা,
কম্পিত ধুলোবালি কণা।
পাতার শিরায় শিরায় আলোড়নের সুর,
শিহরিত বৃক্ষরাজিতে ঝড়,
ডুব সাঁতারের ভেলা বড়ই বেসামাল,
অবগাহনের নেশায় মাতাল।
পতঙ্গ ছুটে আগুনের দিকে,
পিপীলিকা উড়বার তরে,
মাতাল মনে মত্ত বাসনা,
সঙ্গমেই বিলিন অব্যক্ত তৃষ্ণা।
ক্ষয়ে যাওয়া সময়ের স্রোত,
তীর হাতড়িয়ে খুজে নেওয়া,
প্রাপ্তির হাসিতে ক্ষনিক আনন্দ,
তারপর দম বন্ধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন