ক্লান্ত মন
হয়ত ক্লান্ত পথে,
নিমগ্ন জোছনায়,
পিদিম জ্বলা ভোরে।
হিম ঝরা শিশিরে,
তোমার প্রতিচ্ছবি,
আমার অপলক চাহনি।
নির্মজ্জিত মন,
ভাঙা হৃদয়,
জড়বার আকুতি।
পথের সীমিত সীমানা,
দু’জনারই শেষ ঠিকানা।
আশার ঘুড়ি উড়ে আকাশে,
নীল থেকে নীলিমার পথে।
জাগ্রত বিবেকের হুংকারে,
প্রকম্পিত চোরাগলি।
হয়ত আবার কাকডাকা ভোরে,
বড়ই চুপিসারে দেয়ালের কোনে।
কান্নার বালিরেখা,
জাগবে অবচেতন মনে।
তত:পর নিথর মনন,
ক্লান্তির অবসান।
নিমগ্ন জোছনায়,
পিদিম জ্বলা ভোরে।
হিম ঝরা শিশিরে,
তোমার প্রতিচ্ছবি,
আমার অপলক চাহনি।
নির্মজ্জিত মন,
ভাঙা হৃদয়,
জড়বার আকুতি।
পথের সীমিত সীমানা,
দু’জনারই শেষ ঠিকানা।
আশার ঘুড়ি উড়ে আকাশে,
নীল থেকে নীলিমার পথে।
জাগ্রত বিবেকের হুংকারে,
প্রকম্পিত চোরাগলি।
হয়ত আবার কাকডাকা ভোরে,
বড়ই চুপিসারে দেয়ালের কোনে।
কান্নার বালিরেখা,
জাগবে অবচেতন মনে।
তত:পর নিথর মনন,
ক্লান্তির অবসান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন