পথ চলার অভিপ্রায়
তুমি ঝরো,
শত ক্লান্তির অবসন্ন নিয়ে,
আমি চলি,
তোমার ক্লান্তির ধার ঘেষে।
যদিও চিবুক ডাহুকরা,
ঘুম ভাঙা রাত জাগে।
জড়োয়ার ঘোমটা পরে,
রাতের শিশির হাসে,
ভোরের শুভ্রতা ছোঁবে বলে।
আমরা হাঁটি,
আমাদের হাটার তালে।
পৃথিবী অবাক হয়ে,
তাকিয়ে রয় অপলক চোখে।
নদীর কলতান ছোঁয়,
আমাদের হাটার ছন্দে।
সাগরের ঢেউ জাগে,
হৃদয়ের গহীনে।
পথের চিহ্ন খুঁজে না,
পৃথিবীর সীমানা।
রঙের নেশায় ডাকে না,
রঙিন আমাদেরকে।
পথ প্রান্তর ছুয়ে,
যতদুর যাওয়া যায়।
সেখানেই হোক ঠিকানা,
একান্ত তোমার আমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন