এক শিশির বিন্দু
ছোট্ট পাতার ওপরে বসে আছে
ছোট্ট শিশির বিন্দুকে দেখেছ
কত নিষ্পাপ,
কত আদরনীয়।
আকাশের সুর্য তাকে শুকিয়ে দেয়,
বাতাস তাকে ছিন্নভিন্ন করে দেয়।
আমিও ঠিক তোমার জীবনের ওপর,
ছিলাম এক শিশির বিন্দু,
তোমাকে সতেজ রাখতাম,
তোমাকে আন্দোলিত করতাম।
তোমার আকাশে সুর্যের মত অন্য কিছু
এসে ভর করে,
বাতাসের মত তোমাকে আমার কাছ থেকে
ছিন্নভিন্ন করে দেয়।
(উৎসর্গঃ আমার প্রিয় বন্ধুকে... হ্যাঁ তোকেই নিয়ে)
ছোট্ট শিশির বিন্দুকে দেখেছ
কত নিষ্পাপ,
কত আদরনীয়।
আকাশের সুর্য তাকে শুকিয়ে দেয়,
বাতাস তাকে ছিন্নভিন্ন করে দেয়।
আমিও ঠিক তোমার জীবনের ওপর,
ছিলাম এক শিশির বিন্দু,
তোমাকে সতেজ রাখতাম,
তোমাকে আন্দোলিত করতাম।
তোমার আকাশে সুর্যের মত অন্য কিছু
এসে ভর করে,
বাতাসের মত তোমাকে আমার কাছ থেকে
ছিন্নভিন্ন করে দেয়।
(উৎসর্গঃ আমার প্রিয় বন্ধুকে... হ্যাঁ তোকেই নিয়ে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন