দুর নীলিমায় যখন পাখি উড়ে, তাকে চেনা যায়। লতায় লতায় যখন ভরে উঠে আঙিনা, পাতাগুলো বলে দেয়, ফুল ফুটবে। সদ্য ষোড়শী হয়ে উঠা, কোন অপস্বরীকে, বোঝা যায়? ডানায় ডানায় বাতাসে ভেসে চলা, দুর নীলিমায়... Share This: Facebook Twitter Google+ Pinterest Linkedin
ছোট্ট পাতার ওপরে বসে আছে ছোট্ট শিশির বিন্দুকে দেখেছকত নিষ্পাপ,কত আদরনীয়। আকাশের সুর্য তাকে শুকিয়ে দেয়,বাতাস তাকে ছিন্নভিন্ন করে দেয়।আমিও ঠিক তোমার জীবনের ওপর,ছিলাম এক শিশির বিন্দু,তোমাকে... Share This: Facebook Twitter Google+ Pinterest Linkedin